মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

হাসপাতালে পত্রিকা ও বই পড়ছেন মুহিত

নিজস্ব প্রতিবেদক

হাসপাতালে পত্রিকা ও বই পড়ছেন মুহিত

করোনা আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাঁর চাহিদামতো পত্রিকা ও বই পড়ছেন। তবে তাঁর শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। আবুল মাল আবদুল মুহিতের ভাই পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক ব্রিফিংয়ে চিকিৎসকদের বরাত দিয়ে জানান, মুহিত অনেক পাতলা হয়ে গেছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিটিস্ক্যানে আবুল মাল আবদুল মুহিতের অসুবিধা ধরা পড়েছে। চিকিৎসকরা বলেছেন সংক্রমণের হার ২৫ শতাংশের বেশি হলে খারাপ। তিনি তার চেয়ে বেশি খারাপ অবস্থায় আছেন। কিছু খেতে পারেন না। এজন্য শরীরও খুব দুর্বল। এজন্য অনেক সময় তাকে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে। তিনি বই ও পত্রিকা পড়তে চেয়েছিলেন। তা দেওয়া হয়েছে। মাঝেমধ্যে পড়ছেন। আপনারা তাঁর জন্য দোয়া করবেন। তাঁর বয়স এখন ৮৭ বছর। আমরা আশা করি তিনি সুস্থ হয়ে উঠবেন। আবদুল মোমেন জানান, আবদুল মুহিতের স্ত্রী ও ছেলেও করোনা পজিটিভ। তার আগে দুই গৃহকর্মীর করোনা পজিটিভ হয়। সাবেক এ অর্থমন্ত্রীর দুই ডোজ টিকা নেওয়া আছে। তাঁর জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। গত কোরবানির ঈদে পশুর মাংস কাটাকাটির সময়ের কোনো এক ফাঁকে তিনি সংক্রমিত হয়ে থাকতে পারেন বলে অনুমান করা হচ্ছে। করোনা হওয়ার জন্য তাঁর খুব অসুবিধা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে সপ্তাহে ১ কোটি টিকা দেওয়া হবে শুনে তিনি খুব উৎফুল্ল। এর আগে সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় বাড়িতে দেখাশোনার লোক না থাকায় তাঁকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। শনিবার আবদুল মোমেন তাঁকে দেখতে গেলে তিনি পত্রিকা ও বই সরবরাহের কথা জানান। চাহিদার পরিপ্রেক্ষিতে সেদিন থেকেই আবুল মাল আবদুল মুহিতকে বই ও পত্রিকা সরবরাহ করা হচ্ছে।

সর্বশেষ খবর