মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বাংলাদেশে ভারতীয় কোভ্যাকসিনের ক্লিনিক্যাল পরীক্ষা শুরু হবে

নয়াদিল্লি প্রতিনিধি

করোনাভাইরাসের ভারতীয় টিকা ‘কোভ্যাকসিন’ ক্লিনিক্যাল পরীক্ষার জন্য শিগগিরই বাংলাদেশে পাঠাবে ভারত সরকার। দিল্লিতে সরকারি সূত্র জানান, ক্লিনিক্যাল পরীক্ষা শুরুর প্রস্তাবে বাংলাদেশের মেডিক্যাল গবেষণা সংস্থা অনুমোদন দিয়েছে। ভারত বায়োটেক ও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ এ ভ্যাকসিন উৎপাদন করছে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী সম্প্রতি দিল্লি আসেন। তখন তিনি বাংলাদেশে ভ্যাকসিন সরবরাহ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনও ভারতের কাছ থেকে সরকারিভাবে কোভ্যাকসিন পরীক্ষা ও যৌথ উৎপাদনের প্রস্তাব পেয়েছে।

ভারতে কোভিশিল্ড ও কোভ্যাকসিন উৎপাদিত হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, কোভ্যাকসিনের ব্যবহার বিশ্বময় বাড়াতে ভারত সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় মারফত উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে বাংলাদেশে পরীক্ষা করার প্রস্তাব। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ভারতের বায়োটেক মন্ত্রণালয় এবং ভারত বায়োটেক সংস্থার প্রতিনিধিরা ঢাকা সফর করেন। সেখানে তাঁরা বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশে যে পরীক্ষা করা হবে তার ব্যয়ভার ভারত সরকার বহন করবে এবং সেজন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে। ভারত এখন পর্যন্ত বাংলাদেশে কোভ্যাকসিন সরবরাহ করেনি। অন্য ভ্যাকসিনের মধ্যে ৩৩ লাখ কোভিশিল্ড অনুদান হিসেবে এবং বাণিজ্যিক চুক্তি অনুযায়ী ৭০ লাখ ভ্যাকসিন দিয়েছে। এ তথ্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রয়েছে। তবে সেরাম সংস্থার সঙ্গে বেক্সিমকোর যে চুক্তি হয়েছিল সে অনুযায়ী ভারত সরবরাহ করতে পারেনি। প্রতি মাসে ৪০ লাখ ভ্যাকসিন দেওয়ার কথা ছিল। কিন্তু ভারতে কভিড পরিস্থিতির অবনতি হওয়ায় সেই রপ্তানি বন্ধ করা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. মোদাচ্ছের আলী কোভ্যাকসিন পরীক্ষার অনুমোদন দিয়েছিলেন। সরকারি সূত্রে বলা হয়, চলতি মাসেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে কোভ্যাকসিনের বাণিজ্যিক উৎপাদনের অনুমোদন মিলবে।

সর্বশেষ খবর