বুধবার, ৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

জাপান থেকে এলো আরও ৬ লাখ ১৬ হাজার টিকা

নিজস্ব প্রতিবেদক

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে জাপান থেকে আরও ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ কভিশিল্ডের টিকা দেশে এসেছে। কোভ্যাক্সের আওতায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার পেটেন্টে তৈরি এই টিকা জাপান থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে। গতকাল বিকাল সোয়া ৩টায় ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকা এসে পৌঁছায়।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এই টিকা স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হকের কাছে হস্তান্তর করেন। এখন পর্যন্ত তিন দফায় জাপান থেকে কভিশিল্ডের টিকা এসেছে ১৬ লাখ ডোজ। এর আগে, কোভ্যাক্সের আওতায় জাপান থেকে ২৪ জুলাই ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ কভিশিল্ডের টিকা ঢাকায় আসে। পরবর্তীতে ৩১ জুলাই বিকালে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা দেশে আসে। জাপান থেকে কভিশিল্ডের টিকা আসার পরে ২ আগস্ট থেকে রাজধানীতে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু করা হয়েছে। ৭ আগস্ট থেকে সারা দেশে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হবে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। দেশে প্রথম করোনাভাইরাসের টিকা প্রয়োগ কর্মসূচি শুরু হয় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কভিশিল্ড টিকা দিয়ে। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকার ৩ কোটি ডোজ টিকা কেনার চুক্তি করে। মাসে ৫০ লাখ ডোজ করে ছয় মাসে সেই টিকা পাওয়ার কথা ছিল। জানুয়ারিতে সেই টিকার প্রথম চালানের ৫০ লাখ ডোজ এলেও ফেব্রুয়ারিতে দ্বিতীয় চালানে আসে ২০ লাখ ডোজ টিকা। এর বাইরে ভারত সরকার দুই দফায় ৩২ লাখ ডোজ কভিশিল্ড টিকা উপহার দিয়েছিল বাংলাদেশকে। পরে ভারতের করোনা পরিস্থিতি খারাপ হলে তারা টিকা রপ্তানি বন্ধ করে দেয়। এতে দেশে ১৫ লাখ ২১ হাজার মানুষের দ্বিতীয় ডোজ অনিশ্চিত হয়ে পড়ে। জাপান থেকে পাওয়া এই টিকা অপেক্ষমাণদের দ্বিতীয় ডোজ হিসেবে দেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর