বুধবার, ৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা
এলাইন থম্পসনের ডাবল

২০০ মিটারেও দ্রুততম মানবী

ক্রীড়া ডেস্ক

২০০ মিটারেও দ্রুততম মানবী

রিও অলিম্পিকের কথাই মনে করিয়ে দিলেন জ্যামাইকান মেয়ে এলাইন থম্পসন। ১০০ মিটার স্প্রিন্টে আগেই তিনি সোনার পদক জিতেছিলেন। সেসময় অলিম্পিক রেকর্ডও গড়েন তিনি। এবার ২০০ মিটার স্প্রিন্টেও সোনার পদক জয় করলেন এলাইন থম্পসন। গতকাল ফাইনালে ২১.৫৩ সেকেন্ড টাইমিং করে সেরা হয়েছেন তিনি। গড়েছেন জ্যামাইকার নতুন জাতীয় রেকর্ডও। ২০০ মিটার স্প্রিন্টে ২১.৮১ সেকেন্ড টাইমিং করে নামিবিয়ার ক্রিস্টিন এমবোমা রুপা এবং যুক্তরাষ্ট্রের গ্যাব্রিয়েল থমাস ২১.৮৭ সেকেন্ড টাইমিং করে ব্রোঞ্জ পদক জয় করেছেন। জ্যামাইকার মেয়ে এলাইন থম্পসন ২০১৬ সালে রিও অলিম্পিকেও ডাবল জয় করেছিলেন। ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে সোনার পদক জিতেছিলেন। পাঁচ বছর আগের অলিম্পিককেই মনে করিয়ে দিলেন জ্যামাইকান এই মেয়ে। পাশাপাশি উসাইন বোল্টকেও মনে করিয়ে দিলেন! উসাইন বোল্ট টানা তিন অলিম্পিকে স্প্রিন্টে সোনার পদক জিতেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর