শনিবার, ৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

শেখ কামালের সর্ববৃহৎ ম্যুরাল হবে চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শেখ কামালের সর্ববৃহৎ ম্যুরাল হবে চট্টগ্রামে

বাংলাদেশের আধুনিক ক্রীড়ার রূপকার ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের একাধিক ম্যুরাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে একটি হবে দেশের ইতিহাসের সর্ববৃহৎ ম্যুরাল। বাকিগুলো বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের সুতিকাগার এম এ আজিজ স্টেডিয়াম, টাইগারদের পয়মন্ত ভেন্যু জহুর আহমদ স্টেডিয়ামসহ একাধিক ক্রীড়া স্থাপনায় নির্মাণ করা হবে। এরই মধ্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ম্যুরাল নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘বাংলাদেশের আধুনিক খেলাধুলার স্বপ্নদ্রষ্টা শেখ কামালের ম্যুরাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। শেখ কামালের সর্ববৃহৎ ম্যুরাল হবে চট্টগ্রামে। একাধিক জায়গায় ম্যুরালগুলো বসানো হবে। আশা করছি আগামী জন্মবাষির্কীর আগেই তাঁর প্রতিকৃতি নির্মাণের কাজ শেষ হবে।’

এরআগে শেখ কামালের জন্মদিন উপলক্ষে প্রতিকৃতিতে ফুলেল সম্মানা জানাতে গিয়ে এম এ আজিজ স্টেডিয়াম ও জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে শেখ কামালের ম্যুরাল স্থাপনের দাবি জানান বিসিবির মিডিয়া কমিটির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস। তিনি বলেন, ‘বাংলাদেশের আধুনিক ক্রীড়ার রূপকার শেখ কামাল। তাঁর জন্মদিন জাতীয়ভাবে পালন করা হলেও চট্টগ্রামের সরকারি কোনো ক্রীড়া স্থাপনায় তার ম্যুরাল নেই। যা আমাদের মনে পীড়া দেয়। তাই চট্টগ্রামে তাঁর একাধিক ম্যুরাল নির্মাণের দাবি করেছি।’

সর্বশেষ খবর