শনিবার, ৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

টিকা নিয়ে সরকার যা বলেছে তার উল্টো হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

টিকা নিয়ে সরকার যা বলেছে তার উল্টো হচ্ছে

টিকা নিয়েও সরকার ‘নাটক’ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি গতকাল সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণের পর সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। তিনি বলেন, টিকা নিয়ে কত নাটক হয়েছে এবং কত নাটক হচ্ছে।

প্রথমে সরকার বলল, সাত দিন গণটিকা দেওয়া হবে। পরে বলল, এক দিন গণটিকা দেব। কিন্তু এটির কোনো বাস্তব ভিত্তি নেই। টিকা নিয়ে সরকার যা বলে তার উল্টোটাই করে। আজ দেড় বছরেও জেলা ও উপজেলা পর্যায়ে করোনার কোনো চিকিৎসা নেই। না আছে আইসিইউ, না আছে অক্সিজেন সরবরাহ, না আছে কোনো ওষুধপত্র। একটা মরণভূমিতে পরিণত হয়েছে জেলা-উপজেলা। বিএনপির চিকিৎসক সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব’ এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সকাল সাড়ে ১০টায় রাজধানীর শেরেবাংলানগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ ও মহাসচিব অধ্যাপক আবদুস সালামকে সঙ্গে নিয়ে রিজভী আহমেদ বিশেষ মোনাজাত করেন। এ সময়ে ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. শহিদ হাসান, জহিরুল ইসলাম শাকিল, মেহেদি হাসান, নিলুফা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন। রিজভী আহমেদ বলেন, সত্যিকারের যদি সরকার থাকত এমনটা হতো না। দেড় বছর সময় পেলেন কেন জেলা পর্যায়ে হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ হয় না? সেখানে কেন প্রয়োজনীয় ওষুধপত্র নেই? এর কারণ একটাই- লুটপাটের ভাবধারায় অনুপ্রাণিত সরকার কখনই জনগণের জীবন বাঁচাতে এগিয়ে আসবে না। গত ১৬ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা শেষে জুন মাসে বাসায় ফেরেন রুহুল কবির রিজভী। বাসায়ও তিনি চিকিৎসকদের পরামর্শে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন। টানা চার মাসের বেশি সময় রাজনীতি থেকে দূরে থাকার পর কিছুটা সুস্থ হয়ে এই প্রথম রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন রিজভী।

সর্বশেষ খবর