রবিবার, ৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বাংলাদেশ এখন আত্মবিশ্বাসী

বললেন সাবেক অধিনায়ক আকরাম খান

আসিফ ইকবাল

বাংলাদেশ এখন আত্মবিশ্বাসী

টেস্ট, ওয়ানডে ও টি-২০ তিন ফরম্যাটেই অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টি-২০ সিরিজ জিতে ইতিহাস লিখেছে টাইগাররা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটাকে অন্যতম সেরা প্রাপ্তি বলেছেন সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান। সাবেক অধিনায়ক পরাক্রমশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতায় আল্লাহপাকের শোকর আদায় করে মাহমুদুল্লাহদের ধন্যবাদ জানান, ‘প্রথমেই আল্লাহকে ধন্যবাদ অসাধারণ একটি প্রাপ্তির জন্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজ জয়, নিঃসন্দেহে দেশের ক্রিকেটের অন্যতম সেরা অর্জন। এই জয় বাংলাদেশের ক্রিকেটকে অনেকদূর নিয়ে যাবে। ক্রিকেটাররা দারুণ পারফরম্যান্স করেছেন।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের প্রথম জয় ওয়ানডে ক্রিকেটে। আশরাফুলের ম্যাজিক্যাল সেঞ্চুরিতে কার্ডিফে অবিশ্বাস্য জয় পেয়েছিল বাংলাদেশ। টেস্টে জয় সাকিবের অলরাউন্ডিং পারফরম্যান্সে ২০১৭ সালে, মিরপুরে। ২০২১ সালে টি-২০ সিরিজ জয়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থটি খেলেছে। প্রথম তিন ম্যাচে যথাক্রমে ২৩ রান, ৫ উইকেট ও ১০ রানে জিতেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বলে মাহমুদুল্লাহ বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন আকরাম, ‘দলে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার (মুশফিকুর রহিম, তামিম ইকবাল, লিটন দাস) নেই। তারপরও দলের অন্য ক্রিকেটাররা দারুণ পারফরম্যান্স করেছেন। বিশেষ করে আফিফ, নাঈম, মেহেদী, শামীম, নাসুমরা দারুণ ক্রিকেট খেলেছে। দুই সিনিয়র মাহমুদুল্লাহ ও সাকিব তাদের দায়িত্ব শতভাগ পালন করেছেন।’ প্রশংসা করেছেন মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলামের। তৃতীয় টি-২০ ম্যাচের ১৯ নম্বর ওভারে মাত্র এক রান দিয়েছিলেন মুস্তাফিজ। ম্যাথু ওয়েডের অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ রানের ঐতিহাসিক জয়ে মুস্তাফিজের ওই ওভারের অবদান অনস্বীকার্য। ম্যাচে তার স্পেল ছিল ৪-০-৯-০। শুধু তৃতীয় ম্যাচ নন, আগের দুই ম্যাচেও দুর্দান্ত বোলিং করেন ‘কাটার মাস্টার’। মিরপুরের মন্থর উইকেটে মুস্তাফিজের স্লোয়ারগুলো দুর্বোধ্য হয়ে উঠেছে অসি ব্যাটসম্যানদের কাছে। শুধু মুস্তাফিজ কেন, দীর্ঘদেহী তরুণ বাঁ হাতি পেসার শরীফুল ইসলামও দুরন্ত পারফরম্যান্স করছেন ম্যাচগুলোতে। দুই পেসারের ভুয়সী প্রশংসা করেছেন, ‘মুস্তাফিজ অসাধারণ একজন বোলার। টি-২০ ক্রিকেটে দুর্দান্ত বোলার সে। এই ধরনের উইকেটে মুস্তাফিজকে খেলা অনেক কঠিন। শরীফুলের বডি ল্যাঙ্গুয়েজে আমি মুগ্ধ। শুধু শরীফুল কেন, গোটা দলের বডি ল্যাঙ্গুয়েজেই আমি মুগ্ধ। তারা এখন এমনই আগ্রাসী ম্যাচ খেলছেন যে, কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের জন্য প্রথম ম্যাচের পারফরম্যান্সকে আলাদা করেছেন আকরাম, ‘সত্যি বলতে কি প্রথম ম্যাচ জয়েই পুরোপুরি বদলে যায় বাংলাদেশ। ক্রিকেটারদের পারফরম্যান্স পুরোপুরি বদলে যায়।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর