রবিবার, ৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বাংলাদেশি নারীকে বিমানে ফেরত পাঠানোর নির্দেশ কলকাতা হাই কোর্টের

দীপক দেবনাথ, কলকাতা

ভিসার মেয়াদোত্তীর্ণ এক বাংলাদেশি নারীর সাজার মেয়াদ শেষেও অনেক দিন আটকে থাকার পর তাকে বিমানে করে দেশে পাঠাতে সংশ্লিষ্ট সংশোধনাগারের সুপারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আদালতে গত বৃহস্পতিবার এই সম্পর্কিত একটি মামলার শুনানি হয়। ওই নারীর আইনজীবী সৌম্যজিত দাস মহাপাত্র জানান, মধ্যবয়সী ওই নারী বৈধ ভিসা-পাসপোর্ট নিয়েই ভারতে এসেছিলেন। কাজ করতেন মুম্বাইয়ের একটি ড্যান্স বারে। কিন্তু করোনা বিধিনিষেধে আর দেশে ফিরতে পারেননি। ইতিমধ্যেই তার ভিসার মেয়াদ পেরিয়ে যায়। তিনি ঝুঁকি নিয়েই চলতি বছরের শুরুতে উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর  সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে দেশে ফেরার চেষ্টা করে বিএসএফ-এর হাতে ধরা পড়েন। পরে অবৈধ বসবাসের অভিযোগে তাকে আদালতের নির্দেশে ৬৬ দিন কারাগারে কাটাতে হয়। গত ১৯ জুন তার সাজার মেয়াদ শেষ হয়। কিন্তু প্রশাসনিক জটিলতায় তাকে সংশোধনাগারে কাটাতে হচ্ছে। দেশে ফেরার জন্য উদগ্রীব ওই নারী কলকাতা হাই কোর্টে বিস্তারিত তথ্য দিয়ে বিমানে করে তাকে দেশে ফেরত পাঠাতে আর্জি জানান। গত বৃহস্পতিবার আদালতের বিচারপতি দেবাংশু বসাক ওই নারীকে দ্রুততার সঙ্গে বিমানে বাংলাদেশে ফেরত পাঠাতে নির্দেশনা দেন। বিচারপতি আরও জানান, ওই নারী দেশে ফেরত যাওয়ার বিমানের টিকিট কেটে নেবেন এবং তার একটি প্রতিলিপি সংশোধনাগারের সুপারকে পাঠাবেন। পাশাপাশি ওই সংশোধনাগার থেকে বিমানবন্দর পর্যন্ত ওই নারীর যাত্রাপথ সুরক্ষিত করতে তার সঙ্গে নিরাপত্তারক্ষী দেওয়ার নির্দেশও দেয় আদালত।

মামলার পরবর্তী শুনানি ২৩ আগস্ট। ওই নারীর দেশে প্রত্যর্পণ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছে ওইদিন তা জানতে চায় আদালত।

সর্বশেষ খবর