শিরোনাম
রবিবার, ৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা

আজ থেকে হাই কোর্টে ১২ বেঞ্চ ও আপিল বিভাগ চলবে ভার্চুয়ালি

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি এবং হাই কোর্ট বিভাগের ১২টি বেঞ্চে আজ থেকে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কাজ শুরু হচ্ছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গতকাল এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। হাই কোর্টের ১২ ভার্চুয়াল বেঞ্চের মধ্যে ৯টি দ্বৈত ও ৩টি একক বেঞ্চ। গত ঈদুল আজহার পর করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২৩ জুলাই থেকে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ (লকডাউন) শুরু হলে আপিল বিভাগে বিচারকাজ বন্ধ রাখা হয়। তবে এ সময় জরুরি বিষয় শুনানি হাই কোর্ট বিভাগে তিনটি বেঞ্চ সীমিত আকারে চলে।

এর আগে বৃহস্পতিবার সব বিচারপতির অংশগ্রহণে ফুল কোর্ট সভায় আপিল বিভাগ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া করোনায় চলমান বিধিনিষেধ শিথিল করলে ১৬ আগস্ট থেকে হাই কোর্টের সব বেঞ্চ ও আপিল বিভাগ ভার্চুয়ালি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা। গত বুধবার লকডাউন বাড়ানোর বিষয়ে নতুন ঘোষণা আসার পর বিচার বিভাগ চালুর বিষয়ে আলোচনায় বসেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির সভাপতিত্বে বৃহস্পতিবার দুই ঘণ্টাব্যাপী ফুল কোর্ট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ খবর