সোমবার, ৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ভাঁওতাবাজি নেই গণটিকা কার্যক্রমে

নিজস্ব প্রতিবেদক

ভাঁওতাবাজি নেই গণটিকা কার্যক্রমে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যত টিকা দেওয়া হবে, বিদেশ থেকে তার চালান নিশ্চিত করেই শেখ হাসিনা এই গণটিকা কার্যক্রম শুরু করেছেন। এখানে কোনো ভাঁওতাবাজি নেই। কোনো প্রতারণা নেই। গতকাল বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ত্রাণ  ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে ১ হাজার চিকিৎসককে বিশেষ উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিশ শতকের অন্যতম সেরা বাঙালি নারী বেগম ফজিলাতুন নেছা মুজিব। তিনি পর্দার অন্তরালে থেকে সংকটে-সংগ্রামে বঙ্গবন্ধুকে প্রেরণা, শক্তি ও সাহস জুগিয়েছেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব শুধু বঙ্গবন্ধুর সহধর্মিণীই ছিলেন না, তিনি ছিলেন বঙ্গবন্ধুর সারা জীবনের সহযোদ্ধা। পর্দার অন্তরাল থেকে সংকটে, সংগ্রামে বঙ্গবন্ধুকে প্রেরণা, শক্তি ও সাহস দিয়েছেন বঙ্গমাতা। তিনি বাংলার সেই বিজয় লক্ষ্মী নারী। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বঙ্গমাতাই এ দেশের স্বাধীনতা আন্দোলনের নেপথ্যের অন্যতম কারিগর ছিলেন। ওবায়দুল কাদের বলেন, ১৯৯৫ সালে বেগম খালেদা জিয়া ১৫ আগস্ট তারিখে ভুয়া জন্মদিন পালন শুরু করেন। কেক কাটার উৎসব করেছেন। তারা এত বছর ধরে জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করেছেন। কিন্তু করোনার টেস্টে  দেখা গেল বেগম জিয়ার জন্মদিন ৮ মে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, এত দিন আপনারা জনগণের সঙ্গে যে ভাঁওতাবাজি করেছেন, কিন্তু ১৫ আগস্ট আপনারা কী করবেন? এর জবাব আপনাদের কাছে চাই। ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দীর পরিচালনায় বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

সর্বশেষ খবর