বুধবার, ১১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ফোনে আড়ি পাতা বন্ধের নিশ্চয়তা চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক

ফোনালাপে আড়ি পাতা বন্ধের নিশ্চয়তা ও ফাঁস হওয়া ঘটনাগুলোর তদন্ত চেয়ে হাই কোর্টে রিট করা হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের ১০ জন আইনজীবী এ রিট করেন। রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সচিব ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। ১০ আইনজীবীর পক্ষে আদালতে রিটটি করেন মোহাম্মদ শিশির মনির। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে রিটের শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবী। শিশির মনির জানান, এর আগে গত ২২ জুন এ বিষয়ে আইনি নোটিস দেওয়া হয়েছিল। কোনো জবাব না পাওয়ায় রিট করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সংলাপ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফোনালাপ, প্রয়াত সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ ও রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরীসহ ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সংঘটিত ২০টি আড়ি পাতার ঘটনা তুলে ধরা হয়েছে রিট আবেদনে।

সর্বশেষ খবর