বুধবার, ১১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি করলে শূলে চড়াব

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি করলে শূলে চড়াব

বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি করলে তাকে শূলে চড়ানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হবে। এটা খুবই ভালো উদ্যোগ। এখানে কোনো  চাঁদাবাজি হচ্ছে না। বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি হলে শূলে চড়ানো হবে। বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি কাম্য নয়। জাতীয় শোক দিবস উপলক্ষে নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারের বিশাল বিলবোর্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার এবং তাঁর বিভিন্ন সময়ের ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই আয়োজনের মূল উদ্যোক্তা ড্রিম প্রোডাকশনের প্রধান নির্বাহী ফাহিম ফিরোজ ভার্চুয়ালি যুক্ত হয়ে পররাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি বিস্তারিত অবহিত করেন। এই উদ্যোগের অংশ হিসেবে ১৫ আগস্ট মধ্যরাত থেকে ৭২০ বার বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হবে। সব শুনে এমন উদ্যোগের প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, এটা দারুণ উদ্যোগ। বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের শ্রেষ্ঠ নেতাদের একজন। তাই তাঁর কর্মকান্ডকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। এ উপলক্ষে আয়োজকদের ৫০ লাখ টাকা সহায়তা দেয় আনোয়ার গ্রুপ ও বাংলাদেশ ফিন্যান্স। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা দেওয়া হয়।

সর্বশেষ খবর