বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বাংলাদেশিরা যেতে পারবেন ওমরায়

উবায়দুল্লাহ বাদল

করোনাভাইরাস মহামারীর কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুলতে যাচ্ছে ওমরাহর দরজা। সৌদি সরকারের অনুমতি পাওয়ার পর ওমরাহ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ। তবে ওমরাহ পালনের ক্ষেত্রে সৌদি সরকারের পক্ষ থেকে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে।

গতকাল হজসংক্রান্ত ওয়েবসাইটে (www.hajj.gov.bd) এসব শর্ত প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। পাশাপাশি তারা ওমরাহ কার্যক্রম

 পরিচালনার জন্য ২৪৭টি এজেন্সির নামের তালিকা প্রকাশ করেছে। এসব এজেন্সির বাইরে অন্য কোনো এজেন্সি ওমরাহ কার্যক্রম পরিচালনা করতে পারবে না। ধর্ম মন্ত্রণালয় জানায়, সম্প্রতি ওমরাহ পালনের নিষেধাজ্ঞা শিথিল করে সৌদি আরব। তবে মুসল্লিদের জন্য কিছু শর্ত দেওয়া হয়। শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ওমরাহ করতে ইচ্ছুক মুসল্লিরা কেবল ৯টি দেশ ছাড়া বিশ্বের সব দেশ থেকে সরাসরি ফ্লাইটে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। ৯টি দেশ হলো-ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিসর, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও লেবানন। এ দেশগুলো থেকে কোনো মুসল্লি সৌদি আরবে প্রবেশ করতে চাইলে তাদের ওই ৯টি দেশ ছাড়া তৃতীয় আরেকটি দেশে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ করতে হবে। এ ছাড়া ওমরাহ পালনে ইচ্ছুক সবাইকে বাধ্যতামূলকভাবে করোনাভাইরাসের দুই ডোজ টিকা নিতে হবে। সেই টিকা হতে হবে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা অথবা জনসন অ্যান্ড জনসনের। এসব টিকার দুটি ডোজ গ্রহণ করা ছাড়া সৌদি আরবে প্রবেশ করা যাবে না। ওমরাহ পালনের জন্য ১৮ বছর বা বেশি বয়সীদেরই অনুমোদন দেওয়া হবে। এ ছাড়া দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে স্বীকৃত ওমরাহ এজেন্সির মাধ্যমেই কেবল সৌদি আরবে যেতে পারবেন মুসল্লিরা।

বাংলাদেশ থেকে কবে নাগাদ ওমরায় যেতে পারবেন বাংলাদেশিরা- এমন প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘সৌদি আরব ওমরাহ যাত্রীদের জন্য কিছু শর্ত আরোপ করেছে। তারা জানিয়েছে- প্রতিদিন ৬০ হাজার মানুষ ওমরাহ করতে পারবেন। সেক্ষেত্রে প্রতিদিন কতজন বাংলাদেশি ওমরাহ করতে পারবেন- তা এখনো জানায়নি। এ তথ্য পাওয়ার পর সরকারের মাধ্যমে উভয় দেশের বেসরকারি এজেন্সিগুলোর চুক্তি হবে। তারপরই আনুষ্ঠানিকভাবে শুরু হবে ওমরাহ। এ জন্য কিছুদিন সময় লাগবে।’ ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, গত দেড় বছর ধরে হজ এবং ওমরাহর কার্যক্রম বন্ধ থাকায় অনেক এজেন্সির কাগজপত্র হালনাগাদ নেই। তাই যেসব এজেন্সি ওমরাহ কার্যক্রম পরিচালনা করবে তাদের লাইসেন্স নবায়নসহ প্রশাসনিক কার্যক্রমও আগস্ট মাসের মধ্যে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ কারণে সেপ্টেম্বরের আগে বাংলাদেশিরা ওমরাহ করতে যেতে পারবেন না। এ প্রসঙ্গে এজেন্সি মালিকদের সংগঠন হাব সভাপতি এম শাহাদত হোসাইন তসলিম বলেন, শর্তসাপেক্ষে বাংলাদেশিদের জন্য ওমরাহ করার সুযোগ সৃষ্টি হয়েছে। ওমরাহ শুধু বেসরকারি এজেন্সির মাধ্যমেই সম্পন্ন হয়। তাই বাংলাদেশের ২৪৭টি এজেন্সির নামের তালিকাও প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। এসব এজেন্সির সঙ্গে সৌদি আরবের ৭৭টি বেসরকারি এজেন্সির আনুষ্ঠানিক চুক্তি হবে। সেই চুক্তির মাধ্যমে বাংলাদেশিরা শর্তসাপেক্ষে ওমরাহ পালনের সুযোগ পাবেন। এ জন্য বেশ কিছু সময় প্রয়োজন। মোট কথা আগামী মাস (সেপ্টেম্বর) থেকে বাংলাদেশিরা ওমরাহ পালন করতে সৌদি আরবে যেতে পারবেন। এর আগে এ সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর