শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

২০১৮ সালের হিসাবে চাল খেতে চাইলে হবে না

নিজস্ব প্রতিবেদক, বগুড়া।

২০১৮ সালের হিসাবে চাল খেতে চাইলে হবে না

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ২০১৮ সালের হিসাবে চাল খেতে চাইলে হবে না। মনে রাখতে হবে দেশে খাদ্য উৎপাদন যেমন বেড়েছে তেমনি বেড়েছে ভোক্তাও। তিনি গতকাল বিকালে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সেন্ট্রাল স্টোরেজ ডিপো (সিএসডি) পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। মন্ত্রী বলেন, চালের বাজার স্থিতিশীল করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। অবৈধ মজুদদারদের বিরুদ্ধে কঠিন নজরদারি রয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বেসরকারিভাবে চাল আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে। শিগগিরই এর সুফল দৃশ্যমান হবে। তিনি বলেন, চলমান বোরো সংগ্রহ অভিযানে এরই মধ্যে সাড়ে ৮ লাখ টন চাল সংগ্রহ হয়েছে। চাল সংগ্রহের সময় আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে, এর মধ্যেই শতভাগ চাল সংগ্রহ হয়ে যাবে। এ সময় খাদ্য গুদামে মানসম্মত চাল সংগ্রহের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, চালের মানের সঙ্গে আপস করা যাবে না। ৩১ আগস্টের মধ্যে যারা চাল দিতে ব্যর্থ হবে তাদের জামানত বাজেয়াপ্ত করা হবে। এ সময় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রাজশাহী জি এম ফারুক হোসেন পাটোয়ারী, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন, নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবীর, বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফ, আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্রাবণী রায়সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর