শনিবার, ১৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

চীনের উপহারের আরও ১০ লাখ টিকা দেশে এলো

নিজস্ব প্রতিবেদক

চীন উপহার হিসেবে আরও ১০ লাখ ডোজ করোনার টিকা দিয়েছে বাংলাদেশকে। গতকাল সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে এ টিকা ঢাকায় পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, চীন এখন পর্যন্ত তিন দফায় বাংলাদেশকে সরাসরি টিকা উপহার দিয়েছে। গত ১২ মে বাংলাদেশকে ৫ লাখ টিকা উপহার দেয় চীন। ১৩ জুন চীনের দ্বিতীয় দফা উপহারের ৬ লাখ ঢাকা আসে। গতকাল তৃতীয় দফায় আসছে চীনা উপহারের ১০ লাখ টিকা। এ নিয়ে চীন সরাসরি উপহার হিসেবে বাংলাদেশকে ২১ লাখ টিকা দিল। এ ছাড়াও টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় দুই দিনে ৩৪ লাখ ৭০ হাজার সিনোফার্মের টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে চীন। কোভ্যাক্সের               আওতায় এর আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশে মডার্নার এবং জাপান অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠিয়েছে। আর কোভ্যাক্স সরাসরি পাঠিয়েছে ফাইজারের টিকা। উপহারের বাইরে চীনের কাছ থেকে বাংলাদেশ টিকা কিনেছে। প্রথমে চীনের সঙ্গে দেড় কোটি ডোজ টিকার বাণিজ্যিক চুক্তি করে বাংলাদেশ। চীনের কাছ থেকে আরও ৬ কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব ইতিমধ্যে অনুমোদিত হয়েছে।

সর্বশেষ খবর