রবিবার, ১৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা
বঙ্গোপসাগরে নৌকাডুবি

ভাসানচর পালানো ২৭ রোহিঙ্গা নিখোঁজ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় ৪১ রোহিঙ্গা নিয়ে চট্টগ্রামে ট্রলারডুবি ঘটেছে। শুক্রবার রাতে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের মোহনায় প্রবল স্রোতে ট্রলারটি উল্টে যায়।

ভাসানচর ক্যাম্পসূত্র জানান, ৪১ যাত্রী নিয়ে পালিয়ে যাওয়ার সময় ট্রলারটি প্রবল স্রোতে উল্টে গেলে রোহিঙ্গা যাত্রীরা নিখোঁজ হন। গতকাল ভোররাতের দিকে জেলেরা ১৪ রোহিঙ্গাকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ রয়েছেন আরও ২৭ জন। ওই ১৪ জনকে ভাসানচরে পাঠিয়ে দিয়েছেন জেলেরা। এদিকে নিখোঁজ বাকিদের উদ্ধারে নৌবাহিনী, কোস্টগার্ড ও স্থানীয়রা অভিযান চালিয়ে যাচ্ছেন।

ভাসানচর ক্যাম্প ইনচার্জ সহকারী কমিশনার সুজিত কুমার চন্দ জানান, ১৪ রোহিঙ্গা সদস্যকে ভাসানচরে আনা হয়েছে।

সর্বশেষ খবর