রবিবার, ১৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়ার অবস্থা আপাতত স্থিতিশীল। শারীরিক অবস্থার অবনতি হয়নি। তিনি এক ডোজ টিকা নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা নেবেন ১৯ আগস্ট।

গতকাল দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দলের স্থায়ী কমিটির বৈঠকের  সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গত ১৯ জুলাই শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে যুক্তরাষ্ট্রের মডার্নার প্রথম ডোজ টিকা নেন বেগম জিয়া। মির্জা ফখরুল বলেন, টিকা নিয়ে বিএনপি নয়, আওয়ামী লীগই অপরাজনীতি করছে। মিথ্যা ও ভুল তথ্য দিয়ে একদিকে জনগণের সঙ্গে প্রতারণা করছে, অন্যদিকে জনগণকে চরম দুর্ভোগ ও ভোগান্তির মধ্যে ফেলেছে। টিকা নিয়ে মানুষের সঙ্গে এ প্রতারণা অপরাধের শামিল। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রমাণ করেছে, তাঁরা গুমের সঙ্গে সম্পর্কিত। জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটি ওয়ার্কিং গ্রুপ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বাংলাদেশে গুমের শিকার ৩৪ জন ব্যক্তির সর্বশেষ অবস্থা জানতে চাওয়ার মধ্য দিয়ে সেটা প্রমাণিত হয়েছে। এ সরকারের গুম করা, মানবাধিকার লঙ্ঘন ও বিচারবহির্ভূত হত্যার মানসিকতা মন্ত্রীর বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে। তিনি বলেন, একজন রাজনীতিক, এমপি, ব্যারিস্টার, ব্রিগেডিয়ার, কাউন্সিলর গুম হয়ে গেলেন, তাঁদের কোনো খোঁজ নেই। বিশ্বের কোনো সভ্য গণতান্ত্রিক দেশে এটা হতে পারে না। ১৯৭১ সালে এ দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল এভাবে গুম হয়ে যাওয়ার জন্য নয়। লকডাউন তুলে নেওয়া প্রসঙ্গে বিএনপির এ মুখপাত্র বলেন, করোনার ডেল্টা ভাইরাসের মারাত্মক সংক্রমণ বৃদ্ধি অব্যাহত থাকা সত্ত্বেও বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে লকডাউন শিথিল এবং দুই দিন পরেই ১৯ তারিখ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যতীত সব কিছু খুলে দেওয়ার সিদ্ধান্তটি আত্মঘাতী। এ সময় দেশব্যাপী ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সরকার ও সিটি করপোরেশনগুলোর ব্যর্থতার কারণে ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। সিটি করপোরেশনগুলো এডিস মশা নিধনের বাস্তবসম্মত উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। পদ্মা সেতুর পিলারে বার বার ধাক্কার ঘটনা রোধে আগেই ফেরির রুট পরিবর্তন করা উচিত ছিল বলে মত প্রকাশ করেন মির্জা আলমগীর।

সর্বশেষ খবর