মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

পশ্চিমবঙ্গে বিজেপি নেতাদের আটক

প্রতিদিন ডেস্ক

‘খেলা হবে’-এর পাল্টা হিসেবে ‘পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস’ পালন করতে গিয়ে গতকাল কলকাতায় আটক হয়েছেন ক্ষমতাসীন বিজেপি দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা। আটক নেতাদের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও রয়েছেন। সূত্র : আনন্দবাজার, নিউজবাংলা ১৮।

খবরে বলা হয়েছে, কলকাতার রাণী রাসমণী রোডে ‘পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস’ পালনের জন্য দিলীপ-শুভেন্দুর নেতৃত্বে বিজেপির নেতা-কর্মীরা অবস্থান কর্মসূচি শুরু করেন। এই কর্মসূচির জন্য পুলিশি অনুমতি ছিল না। ফলে  বিশাল পুলিশ বাহিনী গিয়ে প্রথমে জয়প্রকাশ মজুমদার, কল্যাণ চৌবেদের আটক করে। এরপরই আটক করা হয় দিলীপ  ঘোষ, শুভেন্দু অধিকারীদের। সেখানে বিজেপি  নেতাদের নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। আটক করে নিয়ে যাওয়ার সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘এটাই বাংলার গণতন্ত্র।’

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘আজ নাকি খেলা দিবস হচ্ছে। রাজ্যজুড়ে পাড়ায় পাড়ায় ফুটবল ম্যাচ হচ্ছে, হাজার হাজার লোক আসছে। আর আমরা কলকাতার একটা জায়গায় অবস্থানে বসলেই আপত্তি।’

খবরে বলা হয়, শুভেন্দু ও দিলীপ ঘোষসহ আটক বিজেপি নেতা-কর্মীদের নিয়ে যাওয়া হয় লালবাজারের সেন্ট্রাল লকআপে। আটক করা হয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীকেও।

সর্বশেষ খবর