মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা
টিকটক-লাইকি বন্ধে রুল

পাবজি-ফ্রি ফায়ার অপসারণের নির্দেশ হাই কোর্টের

নিজস্ব প্রতিবেদক

দেশের সব অনলাইন প্ল্যাটফরম থেকে পাবজি, ফ্রি ফায়ারসহ ক্ষতিকারক গেমস দ্রুত অপসারণ করতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। একই সঙ্গে সব অনলাইন প্ল্যাটফরম থেকে টিকটক, বিগো, লাইকি লাইভ, পাবজি, ফ্রি ফায়ার গেমের সব ধরনের অনলাইন গেম এবং অ্যাপস বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ গতকাল এ রুল ও আদেশ দেয়।

ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, শিক্ষাসচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, স্বাস্থ্যসচিব এবং পুলিশের প্রধানকে রুলের জবাব দাখিল করতে বলা হয়েছে আদেশে। এর আগে গত ২৪ জুন মানবাধিকার সংগঠন ‘ল অ্যান্ড লাইফ’ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী রিট করেছিলেন। আদালতের রিটের পক্ষে ছিলেন আইনজীবী হুমায়ন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী। রিটকারী আইনজীবীদের ভাষ্য, পাবজি ও ফ্রি ফায়ারের মতো গেমে বাংলাদেশের যুবসমাজ এবং শিশু-কিশোররা ব্যাপক হারে আসক্ত হয়ে পড়েছে। এর ফলে সামাজিক মূল্যবোধ, শিক্ষা, সংস্কৃতি বিনষ্ট হচ্ছে। এসব গেম যেন যুবসমাজকে সহিংসতা প্রশিক্ষণের এক কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। তাদের মতে, টিকটক, লাইকির মতো অ্যাপগুলো ব্যবহার করে দেশের শিশু-কিশোর এবং যুবসমাজ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হচ্ছে। তারা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে এবং সারা দেশে কিশোর গ্যাং সংস্কৃতি তৈরি হচ্ছে। টিকটক অনুসারীরা বিভিন্ন গোপনীয় জায়গায় ‘পুল পার্টি’র নামে অনৈতিক বিনোদনে লিপ্ত হচ্ছে। আইনজীবীদের ভাষ্য, সম্প্রতি নারী পাচারের ঘটনা এবং বাংলাদেশ থেকে দেশের বাইরে অর্থপাচারের ঘটনাও টিকটক, লাইকি ও বিগো লাইভের মাধ্যমে চলছে, যেটা অত্যন্ত আশঙ্কাজনক।

সর্বশেষ খবর