বুধবার, ১৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বিনা উসকানিতে পুলিশের হামলা

নিজস্ব প্রতিবেদক

বিনা উসকানিতে পুলিশের হামলা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকারের পায়ের নিচে মাটি নেই বলেই বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালাচ্ছে। সরকারের পুলিশ বাহিনী বিনা উসকানিতে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে তাদের রক্তাক্ত করেছে। গতকাল বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন। বিএনপি মহাসচিব এর আগে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করতে যাওয়া নেতা-কর্মীদের পুলিশের বাধা এবং সংঘর্ষের প্রতিবাদ ও নিন্দা জানান। সংঘর্ষের পরও নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেওয়ায় তাদের ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, পুলিশ বিনা উসকানিতে ঢাকা মহানগরীর নবগঠিত কমিটির একটা শান্তিপূর্ণ কর্মসূচিকে বানচাল করার জন্য অতর্কিতে নেতা-কর্মীদের ওপর গোলাগুলি, লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। এতে আমাদের উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হকসহ অসংখ্য নেতা-কর্মী গুলিবিদ্ধ ও আহত হয়েছেন। বিএনপির নেতা-কর্মীরাই প্রথমে পুলিশের ওপর হামলা করে এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আমাদের নেতা-কর্মীরা ফুল দিতে এসেছেন, তারা জিয়ারত করবেন। এখানে উসকানির  প্রশ্নই ওঠে না। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগরের নবগঠিত দুই কমিটির আহ্বায়ক আমানউল্লাহ আমান ও আবদুস সালাম, সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু, বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, শিরিন সুলতানা, শামীমুর রহমান শামীম, আমিরুজ্জামান শিমুল, যুবদলের সাইফুল আলম নিরব, সুলতান সালাহউদ্দিন টুকু, মোরতাজুল করীম বাদরু প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর