বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা
চন্দ্রিমা উদ্যানে সংঘর্ষ

আমানসহ ১৫৫ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর শেরেবাংলানগর থানায় পুলিশের দায়ের করা এ মামলায় বিএনপির নবগঠিত ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হকসহ ১৫৫ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। মামলায় পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা, পুলিশের ওপর হামলা করে আহত করা এবং গাড়ি ভাঙচুর করে জানমালের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে মঙ্গলবারের ঘটনায় গতকাল পর্যন্ত ৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ বলেন, পুলিশের ওপর হামলা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। পুরো ঘটনাটি পরিকল্পিত বলেই মনে হয়েছে। তাদের (বিএনপি) সঙ্গে কথা ছিল, কোনো ধরনের ঝামেলা না করে শুধু ফুল দিয়ে চলে যাবে। অথচ নির্ধারিত সময়ের অনেক আগেই তারা চন্দ্রিমা উদ্যানের আশপাশে অবস্থান নেয়। এমনকি দেয়াল টপকে উদ্যানে ঢুকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। মঙ্গলবার বেলা ১১টায় চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কর্মসূচি ছিল ঢাকা মহানগর বিএনপির দুই নতুন কমিটির। এর আগেই সেখানে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে পুলিশের ১৪ জন সদস্যসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত অর্ধশত নেতা-কর্মী আহত হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর