বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল বিকাল ৪টা ২০ মিনিটের দিকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে সাবেক এই প্রধানমন্ত্রী ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, হাসপাতালে এসে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি স্বাভাবিক হাঁটাহাঁটি করতে পারেন না। তাই গাড়িতে বসা অবস্থায় জানালার গ্লাস খুলে তাঁকে টিকা দেওয়া হয়। তাঁর ফিরোজা বাসভবনের আরও পাঁচজনকে টিকা দেওয়া হয়। এখন ৪৮ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে, টিকা নেওয়ার পর নতুন কোনো উপসর্গ দেখা যায় কি না। বেগম জিয়ার শারীরিক অবস্থা এখন কেমন জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, ‘তিনি কিছুদিন আগেও বংশালে আলিয়া মাদরাসা প্রাঙ্গণে হেঁটে আদালতে হাজিরা দিতেন। কিন্তু এখন তাকে হুইল চেয়ারে চলাফেরা করতে হয়। দেশবাসীর কাছে দোয়া চাই, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আবারও দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেন।’ আরেক প্রশ্নে ডা. জাহিদ বলেন, সম্প্রতি একটি বেসরকারি হাসপাতালে থেকে বিএনপি চেয়ারপারসন চিকিৎসা নিয়েছেন। সেখানে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের সবাই লিখিতভাবে পরামর্শ দিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়া জরুরি।

অধ্যাপক জাহিদ বলেন, করোনা থেকে সুস্থ হওয়ার পর ম্যাডাম করোনা-পরবর্তী বেশ কিছু জটিলতায় ভুগছিলেন। এখন সেগুলো থেকে কিছুটা ভালো আছেন। তবে আগে বার্ধক্যজনিত যেসব সমস্যা ছিল, সেগুলো এখনো আছে। খালেদা জিয়া হাসপাতালে আসছেন এমন খবরে হাসপাতাল প্রাঙ্গণে নেতা-কর্মীদের ভিড় জমে। হাসপাতাল এলাকায় ভিড় ঠেলে বেগম জিয়ার গাড়িবহর বাসার দিকে রওনা দিতে বেগ পেতে হয়। এ সময় দলের যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মহানগর উত্তর শাখার সভাপতি এস এম জাহাঙ্গীর, মহিলা দলের নেত্রী হেলেন জেরিন খান, চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান, শামসুদ্দিন দিদার প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে টিকা নিতে যাওয়ার সময় নিরাপত্তা দেওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর একটি চিঠি দিয়েছেন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার। ১৯ জুলাই তিনি করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর