বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

জরিপে এখনো প্রথম পছন্দ মোদিই

দীপক দেবনাথ, কলকাতা

জরিপে এখনো প্রথম পছন্দ মোদিই

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে এখনো দেশটির মানুষের প্রথম পছন্দ নরেন্দ্র মোদিই। তবে গত এক বছরে তাঁর জনপ্রিয়তা অস্বাভাবিক হারে কমেছে। গত বছরের এই সময় পর্যন্ত ৬৬ ভাগ মানুষের প্রথম পছন্দ ছিলেন মোদি। এক বছরের ব্যবধানে চলতি বছরের আগস্টে তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় মাত্র ২৪ শতাংশ মানুষ। ‘ইন্ডিয়া        টুডে’ ম্যাগাজিনের ‘মুড অব দ্য নেশন’ (এমওটিএন)-এর জরিপে উঠে এসেছে এই তথ্য। মোদির জনপ্রিয়তা কমার পেছনে অন্যতম বড় কারণ হিসেবে রয়েছে ‘করোনা-১৯’-এর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় তাঁর ব্যর্থতা এবং এই অতিমারীর কারণে দেশের অর্থনীতিতে জোর ধাক্কা লাগা, মূল্যবৃদ্ধি, বেকারত্ব ইস্যু। এই জরিপ চালানো হয়েছিল চলতি বছরের ১০ জুলাই থেকে ২০ জুলাইয়ের মধ্যে। পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, উত্তরপ্রদেশ, দিল্লি, গুজরাট, হরিয়ানা, তেলেঙ্গানা, ওড়িশা, মহারাষ্ট্র, তামিলনাড়ুসহ ভারতের ১৯টি রাজ্যের ১১৫টি সংসদীয় এবং ২৩০টি বিধানসভা কেন্দ্রজুড়ে তা পরিচালিত হয়। মোট ১৪ হাজার ৫৫৯ জন মানুষের অভিমত নিয়েই তৈরি করা হয়েছে এই জরিপ। এদের মধ্যে ৭১ শতাংশ মানুষ গ্রামীণ এলাকার এবং ২৯ শতাংশ মানুষ শহুরে এলাকার। 

জরিপ অনুযায়ী প্র্রধানমন্ত্রী পদে দ্বিতীয় পছন্দ হলো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জরিপে অংশ নেওয়া ১১ শতাংশ মানুষের পছন্দ যোগী। এই পদে তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তিনি পেয়েছেন ১০ শতাংশ মানুষের ভোট। চতুর্থ স্থানে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি ও দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল, প্রধানমন্ত্রী পদে তাদের দেখতে চায় ৮ শতাংশ মানুষ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর