শুক্রবার, ২০ আগস্ট, ২০২১ ০০:০০ টা

আসামিরা এখন কে কোথায়

আলাউদ্দিন আরিফ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি তারেক রহমান ও মোফাজ্জল হোসেন কায়কোবাদের রেড নোটিস বাতিলের পর রিইস্যু করছে না ইন্টারপোল। বাংলাদেশ পুলিশের দফায় দফায় চেষ্টা ও অনুরোধের পরও সায় দিচ্ছে না আন্তর্জাতিক পুলিশি এই সংস্থাটি।

একই মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত চার আসামির বিরুদ্ধে বর্তমানে  ইন্টারপোলে রেড নোটিস বহাল রয়েছে। তারা হলেন, মাওলানা তাজউদ্দিন, চৌধুরী আবদুল হারিছ ওরফে হারিছ চৌধুরী, বাবু রাতুল আহমেদ ও হানিফ আলহাজ মোহাম্মদ। পুলিশ সদর দফতরের এনসিবি (ইন্টারপোল) শাখার এআইজি মহিউল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমরা তারেক রহমান ও মোফাজ্জল হোসেন কায়কোবাদের রেড নোটিস পুনর্বহালের চেষ্টা অব্যাহত রেখেছি। তারেক রহমানের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় দায়ের হওয়া মানিলন্ডারিং আইনের একটি মামলায় রেড নোটিস পুনর্বহালের অনুরোধ করা হয়েছে। কিন্তু ইন্টারপোল এ বিষয়ে কোনো জবাব দেয়নি। একইভাবে মোফাজ্জল হোসেন কায়কোবাদের বাতিল করা রেড নোটিস আবার জারি করার অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে তারা কিছু পর্যবেক্ষণ দিয়েছে। আমরা মামলার তদন্ত সংস্থা সিআইডির মাধ্যমে সেগুলোর জবাব সংগ্রহ করে দিচ্ছি।’ পুলিশ সদর দফতর থেকে প্রাপ্ত নথি অনুযায়ী, তারেক রহমানের বিরুদ্ধে ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি এনসিবিকে রেড নোটিস পাঠানোর চিঠি দেয় সিআইডি। পর দিন পুলিশ সদর দফতরের এনসিবি শাখা ইন্টারপোল জেনারেল সেক্রেটারিয়েট (আইপিএসজি) কে অনুরোধ করে। ২০১৫ সালের ১৩ এপ্রিল ইন্টারপোল থেকে তারেক রহমানের বিরুদ্ধ রেড নোটিস ইস্যু করা হয়। ২০১৬ সালের ২৮ জানুয়ারি ইন্টারপোল আর্টিক্যাল-৩ অনুযায়ী তারেক রহমানের ‘রাজনৈতিক আশ্রয়’-এ রয়েছেন উল্লেখ করে রেড নোটিস বাতিলের সিদ্ধান্তের বিষয়টি জানায়। ওই বছরের ১৫ মার্চ তারেক রহমানের রেড নোটিস বাতিল করে ইন্টারপোল। একই বছরের ২৭ নভেম্বর ক্যান্টনমেন্ট থানায় মানিলল্ডারিং আইনে করা মামলায় তারেক রহমানের বিরুদ্ধে রেড নোটিস জারির জন্য আইপিএসজিকে অনুরোধ করে এনসিবি। পরবর্তীতে ইন্টারপোল তারেক রহমানের রেড নোটিসের ডাটা মুছে ফেলার সুপারিশসহ চিঠি দেয়। এর বিরুদ্ধে আপিল করে এনসিবি। ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর রেড নোটিস জারির জন্য পুনরায় অনুরোধ করা হয়। ২০১৯ সালের ২৫ আগস্ট অভিজ্ঞ ল’ ফার্মের মাধ্যমে তাগাদা পত্র দেওয়া হয়। ২০২১ সালে ল’ ফার্মের মাধ্যমে প্রস্তুত করা রিভিশন পত্র দিলেও এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো তথ্য দেয়নি ইন্টারপোল। তারেক রহমানের বিরুদ্ধে পুনরায় রেড নোটিস দিতে এনসিবি ঢাকা থেকে আইপিএসজির সঙ্গে পত্র যোগাযোগ অব্যাহত রেখেছে। তারেক রহমান বিগত ১৩ বছর ধরে লন্ডনে অবস্থান করছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলায় তাকে ‘পলাতক’ দেখিয়ে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। এ ছাড়া মানিলন্ডারিং ও দুর্নীতির মামলায় তার বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। এনসিবি আরও জানায়, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপর আসামি মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে ২০১৫ সালের ১২ নভেম্বর রেড নোটিস ইস্যু করে ইন্টারপোল। ২০১৮ সালের ৪ মে ইন্টারপোল আর্টিক্যাল-৩ দোহাই দিয়ে রেড নোটিস বাতিল করে। ওই বছরই ৩১ মে রেড নোটিস বাতিলের বিষটি রিভিউ করে পত্র দেওয়া হয়। ২০১৮ সালে ইন্টারপোলের ১০৪তম সভায় মোফাজ্জল হোসেন কায়কোবাদের রেড নোটিস রিইস্যুর বিষয়টি আলোচনা হয়। ২০১৮ সালের ২৮ নভেম্বর রেড নোটিস পুনঃবহাল সংক্রান্ত ব্যবস্থা সম্পর্কে পরামর্শের জন্য সিআইডিকে বলা হয়। সিআইডির অনুরোধপত্র পুনরায় ইন্টারপোলে পাঠানো হয়েছে। এনসিবির দেওয়া চিঠি ইন্টারপোল নথিভুক্ত করলেও রিইস্যু করেনি। কায়কোবাদের রেড নোটিস জারির বিষয়টি নিয়ে সার্বক্ষণিক চেষ্টা অব্যাহত রেখেছে এনসিবি। কায়কোবাদ বর্তমানে সৌদি আরবে আত্মগোপনে আছেন বলে জানিয়েছেন এনসিবির কর্মকর্তারা। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ইন্টারপোল থেকে রেড নোটিস জারি হওয়া ফাঁসির দন্ড প্রাপ্ত আসামি আলহাজ মাওলানা তাজউদ্দিন মিয়ার বিষয়ে এনসিবি জানায়, তার সম্ভাব্য অবস্থান পাকিস্তানে। তার অবস্থান শনাক্তের জন্য ২০০৮ সালের ৫ ফেব্রুয়ারি রেড নোটিস ইস্যু করা হয়। সর্বশেষ ২০১৭ সালে তার রেড নোটিসের মেয়াদ পাঁচ বছর বাড়ানো হয়েছে। হারিছ চৌধুরীর বর্তমান অবস্থান লন্ডন, মালয়েশিয়া ও ভারতে। ২০১৫ সালের ১২ নভেম্বর হারিছ চৌধুরীর বিরুদ্ধে রেড নোটিস ইস্যু করা হয়। ২০২০ সালের ২৩ জুলাই নোটিসের মেয়াদ ৫ বছর বাড়ানো হয়েছে। এনসিবি আরও জানিয়েছে বাবু রাতুল আহমেদের সম্ভাব্য অবস্থান ইতালি অথবা দক্ষিণ আফ্রিকায়। ২০১৯ সালের ৯ জানুয়ারি তার বিরুদ্ধে রেড নোটিস ইস্যু করে ইন্টারপোল। হানিফ আলহাজ মোহাম্মদের সম্ভাব্য অবস্থান থাইল্যান্ড ও মালয়েশিয়া। তার বিরুদ্ধে ২০১৯ সালের ৯ জানুয়ারি রেড নোটিস ইস্যু হয়। বিদেশে অবস্থান করা এই চার আসামির বিষয়ে এনসিবি কর্মকর্তারা ইন্টারপোল সদর দফতরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। প্রসঙ্গত, ২০০৪ সালে ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার লক্ষ্যে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। ওই ঘটনায় পরদিন মতিঝিল থানায় মামলা হয়। এই মামলা নিয়ে ‘জজমিয়া’ গল্পসহ নানামুখী বিতর্কের পর সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহহার আকন্দ মামলাটির তদন্ত করে অভিযোগপত্র দেন। এতে আসামি ছিলেন মোট ৪৯ জন। আদালত এদের মধ্যে ১৯ জনকে মৃত্যুদন্ড ও ১৯ জনকে যাবজ্জীবন সাজা দেয়। রায়ের সময় তারেক রহমান এবং হারিছ চৌধুরীসহ ১৮ জনকে পলাতক দেখানো হয়। মামলার অন্তত পাঁচজন সাজাপ্রাপ্ত আসামি কারাবন্দী অবস্থায় মারা যান।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর