শুক্রবার, ২০ আগস্ট, ২০২১ ০০:০০ টা

আরও এক দিনের রিমান্ডে পরীমণি

নিজস্ব প্রতিবেদক

আরও এক দিনের রিমান্ডে পরীমণি

চিত্রনায়িকা পরীমণিকে মাদক মামলায় তৃতীয় দফায় আরও এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। এই রিমান্ড মঞ্জুর হওয়ার পর এজলাস থেকে বেরিয়ে আসার সময় আদালত চত্বরে হোঁচট খেয়ে পড়ে যান পরীমণি। পরে পুলিশের নারী সদস্যরা তাকে সেখান থেকে হাজতখানায় নিয়ে যান।

গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে পরীমণির রিমান্ড শুনানি হয়। শুনানির দিন থাকায় পরীমণিকে গতকাল সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। আদালত সূত্র জানায়, বেলা ১১টা ২৫ মিনিটে পরীমণিকে আদালতের এজলাস কক্ষে তোলা হয়। রিমান্ড আবেদনের ওপর প্রায় ৪৫ মিনিট শুনানি হয়। শুনানির শুরুতে রাষ্ট্রপক্ষ থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু পরীমণিকে রিমান্ডে নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি আদালতকে বলেন, পরীমণির বাসা থেকে বিদেশি মদসহ নতুন ধরনের মাদক আইস ও এলএসডি পাওয়া গেছে। ভয়াবহ এই মাদকের উৎস জানার জন্য পরীমণিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। এর আগে পরীমণি বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। এরপর আদালত মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী গোলাম মোস্তফার বক্তব্য জানতে চায়। তদন্তকারী কর্মকর্তা তখন আদালতকে বলেন, এই মাদকের উৎস কোথায়, অর্থ কোথায়, সেটি জানার জন্য পরীমণিকে রিমান্ডে নেওয়া দরকার। রাষ্ট্রপক্ষের বক্তব্য শেষ হলে পরীমণির আইনজীবী মুজিবুর রহমান আদালতকে বলেন, এরই মধ্যে পরীমণিকে দুই দফায় মোট ছয় দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। নতুন করে জিজ্ঞাসাবাদ করার কিছু নেই। গত ৪ আগস্ট চিত্রনায়িকা পরীমণিকে তার বনানীর বাসা থেকে বিদেশি মদসহ গ্রেফতার করে র?্যাব। এরপর দুই দফায় তাকে মোট ছয় দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গত ১৩ আগস্ট তাকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করে সিআইডি। ওইদিন আদালত পরীমণির জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

সর্বশেষ খবর