রবিবার, ২২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

চলতি মাসেই উড়াল লাইনে মেট্রোরেলের পারফরম্যান্স টেস্ট

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরা দিয়াবাড়ী ডিপোতে মেট্রোরেলের ট্রায়াল শেষ হয়েছে। চলতি মাসেই মূল লাইনের ভায়াডাক্টে (এক ধরনের সেতু) আনুষ্ঠানিক ট্রায়ালের মাধ্যমে শুরু হবে পারফরম্যান্স টেস্ট। এতে নগরবাসী দেশের প্রথম মেট্রোরেল চলাচলের দৃশ্য দেখতে পাবেন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘ভায়াডাক্টে মেট্রোরেল চলাচলের সুনির্দিষ্ট কোনো তারিখ এখনো ঘোষণা হয়নি। তবে আমরা বলেছি আগস্টের ভিতরেই ভায়াডাক্টের ওপর পারফরম্যান্স টেস্ট হবে। সে টার্গেট নিয়েই কাজ করা হচ্ছে।’

এম  এ এন ছিদ্দিক বলেন, ‘এটা বৈদ্যুতিক ট্রেন। ভায়াডাক্টের ওপর উঠতে হলে অনেক বিষয় রয়েছে। তার সঙ্গে আরও অনেক কাজ রয়েছে। সেগুলো আমরা এখন চেক করছি। এ ট্রায়াল রান খুব সতর্কতার সঙ্গে পরিচালনা করা হবে। চেক শেষ হলে কবে ভায়াডাক্টের ওপর ট্রেন চলবে তার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।’ তিনি আরও বলেন, ‘মেট্রোরেল প্রথমে ভায়াডাক্টের ওপর খুব ধীরে চলবে। আস্তে আস্তে গতি বাড়বে। এতে প্রতিদিন মানুষ দেখতে পাবেন ভায়াডাক্টের ওপর টেস্ট চলছে। ট্রেন যাচ্ছে এবং আসছে।’ এদিকে, জাপানের কাওয়াসাকি থেকে আসা ১২টির মধ্যে ৬টি কোচ জেটি থেকে ডিপোতে স্থানান্তর করা হয়েছে। বাকি ২০ সেট ট্রেন পর্যায়ক্রমে দেশে আসবে বলে জানিয়েছেন মেট্রোরেল কর্তৃপক্ষ। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মাঝামাঝি উদ্বোধনের কথা রয়েছে দেশের প্রথম মেট্রোরেলের। প্রকল্প ব্যবস্থাপক এ বি এম আরিফুর রহমান বলেন, ‘প্রতিশ্রুত সময় অনুযায়ীই কাজ সম্পাদনের যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। করোনা পরিস্থিতিতেও আমরা স্বাস্থ্যবিধি মেনে কাজ করছি। সবার সহযোগিতায় নিরাপত্তা বজায় রেখে এ কাজ চালিয়ে যাচ্ছি।’

সর্বশেষ খবর