রবিবার, ২২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

চিত্রনায়িকা পরীমণি কারাগারে

আদালত প্রতিবেদক

রাজধানীর বনানী থানার মাদক মামলায় তৃতীয় দফা রিমান্ড শেষে চিত্রনায়িকা পরীমণিকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত  কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী গোলাম মোস্তফা আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আসামির ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণও পাওয়া যাচ্ছে। এসব তথ্য যাচাইয়ের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। আসামি পক্ষের আইনজীবী মজিবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘পরীমণির জামিনের জন্য নতুন কোনো আবেদন করা হয়নি। তবে তাকে যেন আদালতে তোলা হয় এবং তার উপস্থিতিতে শুনানি করা হয়, সেই আবেদন করেছিলাম।’ তিনি বলেন, ‘পরীমণি অসুস্থ। তার সঙ্গে দেখা করতে দেওয়া হয় না। কোনো আইনজীবীর সঙ্গে তাকে কথা বলতে দেওয়া হয় না। আমরা মামলার বিষয়ে আসামির সঙ্গে আলোচনা করতে চাই। সেই সুযোগ পাইনি।’ এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু বলেন, ‘তার (পরিমণি) সঙ্গে দেখা তো করেছেন। ওকালতনামা দিয়েছেন এবং তার নানার সঙ্গেও কথা বলেছেন। তার কাছে বিদেশি মদ, এলএসডি, ১০ গ্রাম আইস, ব্রট পাওয়া গেছে। তাই তদন্তের স্বার্থে তার সঙ্গে কথা আলাদা করে বলতে দেওয়া উচিত হবে না।’ শনিবার বেলা ১১টা ৪৭ মিনিটে পরীমণিকে একটি সাদা মাইক্রোবাসে করে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানায় আনে সিআইডি। আর শুনানি শেষে তাকে প্রিজন ভ্যানে করে আদালত থেকে কারাগারে নিয়ে যেতে দেখা যায়। ৪ আগস্ট রাতে রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে এ মামলা করা হয়। জব্দ তালিকায় পরীমণির বাসা থেকে মদ, আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর