বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

আমান তাবিথ সালামসহ আগাম জামিন বিএনপির ৭০ নেতা-কর্মীর

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি নেতা আমান উল্লাহ আমান, তাবিথ আউয়াল, আবদুস সালাম ও আমিনুল হকসহ দলটির ৭০ জন নেতা-কর্মীকে আগাম জামিন দিয়েছে হাই কোর্ট। পৃথক দুই মামলায় এসব নেতা-কর্মীকে জামিন দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট আইনজীবী। গতকাল বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত জামিন মঞ্জুর করেছে। নির্ধারিত সময়ের পর তাদের সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

ওই মামলায় আইনজীবীর মাধ্যমে তার চেম্বারে উপস্থিত হয়ে আগাম জামিন আবেদন করেন বিএনপি নেতারা। আদালতে তাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আর জামিনের বিরোধিতা করে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম রেজাউল করিম। ১৭ আগস্ট রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই ঘটনায় পরদিন ১৮ আগস্ট দিবাগত রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় এ মামলা হয়। পুলিশের করা মামলায় বিএনপির ১৫৫ নেতা-কর্মীকে আসামি করা হয়। মামলায় পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা, পুলিশের ওপর হামলা করে আহত করা এবং গাড়ি ভাঙচুর করে জানমালের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর