শিরোনাম
বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

রোহিঙ্গা সংকট মোচনে পাঁচ দফা

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা সংকট মোচনে পাঁচ দফা

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব রোহিঙ্গা সংকট মোচনে পাঁচ দফা প্রস্তাব দিয়ে বলেছেন, বাংলাদেশ উদ্বাস্তুদের স্থায়ী আবাসন হতে পারে না। তিনি গতকাল এক বিবৃতিতে বলেন, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের উচ্ছেদের চতুর্থ বর্ষ অতিক্রান্ত হচ্ছে। এটি একটি আন্তর্জাতিক মানবাধিকার ইস্যু। এ সংকট  দীর্ঘায়িত হলে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতা চরম ঝুঁকিতে পড়বে। রোহিঙ্গা ইস্যু এই অঞ্চলের সার্বিক নিরাপত্তা হুমকি সৃষ্টি করতে পারে। ভূরাজনৈতিক পরিস্থিতি ক্রমাগত জটিল আকার ধারণ করার পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান প্রয়োজন। রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানে রবের ৫ দফা প্রস্তাবের মধ্যে রয়েছে- রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে জোরালোভাবে উপস্থাপন করা। জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ। চীন এবং ভারতসহ আঞ্চলিক শক্তিগুলোকে রোহিঙ্গা প্রত্যাবাসনে সম্পৃক্ত করার কৌশল গ্রহণ। রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে), আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং আর্জেন্টিনার কেন্দ্রীয় আপিল আদালতের বিচার, তদন্ত ও শুনানির প্রশ্নে জবাবদিহির ক্ষেত্রে মিয়ানমারের ওপর বহুমাত্রিক চাপ বৃদ্ধি করা। রোহিঙ্গা শিবিরগুলোতে হত্যা-গুমসহ সন্ত্রাসী কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। রোহিঙ্গা সংকট নিরসনে আসিয়ানকে কার্যকর ভূমিকা গ্রহণে জোরদার কূটনৈতিক তৎপরতা চালানো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর