শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ভারতীয় মা পেলেন সন্তানের জিম্মা, সপ্তাহে তিন দিন পাবেন বাবা

নিজস্ব প্রতিবেদক

জাপানি মায়ের দুই সন্তান নিয়ে রিট বিচারাধীন থাকা অবস্থায় এবার সন্তানের জিম্মা নিতে হাই কোর্টে এসেছেন ভারতীয় এক মা। হাই কোর্টও তার আড়াই বছরের শিশুপুত্রকে মায়ের জিম্মায় দিয়েছে। তবে  শিশুটির বাংলাদেশি বাবা সপ্তাহে তিন দিন সকাল থেকে বিকাল পর্যন্ত ছেলেকে নিজের কাছে রাখতে পারবেন। এ সংক্রান্ত এক আবেদনের শুনানি শেষে গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতের নির্দেশে গতকাল শিশুকে নিয়ে হাজির হন বাবা শাহীনুর নবী। এ সময় শিশুর মা আদালতে উপস্থিত ছিলেন। দুই পক্ষের শুনানি শেষে আদালত শিশুটির বাবা ও মায়ের বক্তব্য শোনে। আদালতে শিশুটির বাবা ব্যবসায়ী শাহীনুর টিআইএম নবীর পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মাসদু রেজা সোবহান। আর মা সাদিকা সাঈদ শেখের পক্ষে ছিলেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ বলেন, উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত শিশুকে মায়ের জিম্মায় দিয়েছে। বাবা সপ্তাহে তিন দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিশুকে নিজের কাছে নিতে পারবেন। একই সঙ্গে মায়ের পাসপোর্ট গুলশান থানায় জমা দিতে বলেছে আদালত।

 ঘটনা তুলে ধরে আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ বলেন, ভারতের বিয়ে সংক্রান্ত ওয়েবসাইট থেকে হায়দরাবাদের সাদিকা শেখ নামে এক নারীকে পছন্দ করেন বারিধারার ধনাঢ্য ব্যবসায়ী পরিবারের সন্তান শাহীনুর নবী। ওই নারীও হায়দরাবাদের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। ২০১৭ সালে হায়দরাবাদে তাদের বিয়ে হয়। বিয়ের পর মালয়েশিয়ায় বসবাস শুরু করেন তারা। কয়েক মাস পর ঢাকায় চলে আসেন ওই দম্পতি। করোনার সময় থেকে হঠাৎ করে তাদের সংসারে অশান্তি নেমে আসে। সাদিকা সাঈদ শেখকে মারধরও করেন তার স্বামী। সাদিকার পরিবার মানবাধিকার সংস্থা ফাউন্ডেশন ফর ল’ অ্যান্ড ডেভেলপমেন্টের (ফ্লাড) কাছে আইনি সহায়তা চান। এর মধ্যে সাদিকাকে তালাক দিয়ে দেন স্বামী শাহীনুর নবী। তখন বিষয়টি নিয়ে আদালতে রিট করা হলে আদালত শিশুকে নিয়ে হাজির হতে নির্দেশ দেয়। ওই আদেশ অনুসারেই তারা হাজির হয়েছিলেন বলে জানান আইনজীবী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর