শনিবার, ২৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা

নিত্যপণ্যের দামে জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিবেদক

নিত্যপণ্যের দামে জনজীবন বিপর্যস্ত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবন দুর্বিষহ করে তুলেছে। এক কথায় অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। তিনি বলেন, জিনিসপত্রের দাম বাড়িয়ে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে একদল মুনাফাখোর।

চাল, ডাল, ভোজ্য তেলসহ দ্রব্যমূল্যের আকাশচুম্বীতে জনমনে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। গতকাল এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। বিবৃতিতে পীর চরমোনাই আরও বলেন, এভাবে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তে থাকলে অল্প, মধ্য আয়ের মানুষের দুঃখ-দুর্দশার কূলকিনারা থাকবে না। তিনি বলেন, চাল-ডাল, আটা, চিনি, ভোজ্য তেল, শিশু খাদ্য ও শাকসবজির মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ দিশাহারা। কোথাও সরকারের নিয়ন্ত্রণ নেই। বাজারদর বৃদ্ধিতে মানুষ অনেক কষ্টে দিনাতিপাত করছে। পীর সাহেব বলেন, এমনিতেই মহামারী করোনার কারণে মানুষ বিপর্যস্ত। তার ওপর জিনিসপত্রের দাম বৃদ্ধি সাধারণ মানুষকে কষ্টে নিপতিত করছে। তাই কঠোর হস্তে সিন্ডিকেট ভেঙে দিয়ে কালোবাজারিদের কালো থাবা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর