রবিবার, ২৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

আফগানদের আশ্রয় দিতে বাইডেনকে চিঠি

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

আফগানদের আশ্রয় দিতে বাইডেনকে চিঠি

আফগানদের স্থায়ীভাবে বসবাসের স্বার্থে যুক্তরাষ্ট্রের ‘উদ্বাস্তু আশ্রয়দানের সংখ্যা’ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো করটেজ, ক্যালিফোর্নিয়ার বারবারা লি-সহ ৬৬ জন কংগ্রেসম্যান। বৃহস্পতিবার যুক্ত স্বাক্ষরের এক চিঠিতে প্রেসিডেন্ট বাইডেনকে চলতি বছর উদ্বাস্তু গ্রহণের সংখ্যা ৬২ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ২ লাখে উন্নীত করার আহ্বান জানানো হয়। আফগানিস্তানে মার্কিন বাহিনীকে সহায়তাকারীরা নিরাপদ বোধ করছেন না। তালেবানরা তন্ন তন্ন করে সবাইকে খুঁজছে হত্যার মধ্য দিয়ে প্রতিহিংসা পূরণের জন্যে। প্রেসিডেন্ট বাইডেনকে পাঠানো কংগ্রেসম্যানদের চিঠিতে উল্লেখ করা হয়, আফগানের মিত্ররা যেহেতু কঠিন এক পরিস্থিতিতে পড়েছে। তারা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তালেবানরা পেলেই জবাই করবে। ইতিমধ্যেই সে ধরনের হত্যাযজ্ঞ শুরু হয়েও গেছে। এমন অবস্থায় বিপদগ্রস্ত আফগানদের জন্যে যুক্তরাষ্ট্রের সীমানা ওপেন করা জরুরি। গত ২০ বছর মার্কিন বাহিনীকে সহায়তাকারীদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিয়ে যুক্তরাষ্ট্রের মহানুভবতার প্রমাণ রাখতেই হবে। চিঠিতে বিশেষভাবে বলা হয়, আফগানিস্তানের নারী সংগঠক, মানবাধিকার কর্মী, ধর্মীয় সংখ্যালঘু, উভয় লিঙ্গের মানুষ, সাংবাদিকতায় নিয়োজিতরাও নিরাপত্তাহীনতায় পড়েছেন। এদের কথাও ভাবতে হবে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৪ আগস্ট থেকে বৃহস্পতিবার পর্যন্ত ১ লাখ ৫ হাজার আফগানকে স্থানান্তর করেছেন মার্কিন বাহিনীসহ মিত্র বাহিনীর বিমানগুলো। এর মধ্যে ৪ হাজার ৫০০ জন ছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক। আর কত আফগানকে সরাতে হবে তার সুনির্দিষ্ট তথ্য না থাকলেও স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তারা মনে করছেন, গত ২০ বছর মার্কিন বাহিনীর সহায়তাকারী হিসেবে এক থেকে তিন লাখ আফগান কাজ করেছেন। তারাই রোষানলে পড়েছেন তালেবান প্রশাসনের।

সর্বশেষ খবর