রবিবার, ২৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

প্রণোদনার ঋণে ২৯ শতাংশ ব্যবসায়ীর কাছে ঘুষ দাবি

সানেমের গবেষণা প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

সরকারের দেওয়া বিভিন্ন প্রণোদনা সহায়তা পেতে ২৯ শতাংশ শিল্প-ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্ষেত্রে ঘুষ দিতে হয়েছে। ক্ষুদ্র, মাঝারি থেকে শুরু করে বৃহৎ শিল্প প্রতিষ্ঠানকেও নানাভাবে ঘুষ দিতে হয়েছে বলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে। গতকাল এক ভার্চুয়াল অনুষ্ঠানে দেশের ব্যবসা বাণিজ্যে কভিড-১৯ এর প্রভাব নিয়ে ধারাবাহিক জরিপের পঞ্চম পর্বের ফলাফল উপস্থাপন করেন সানেম নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান। দ্য এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এই ভার্চুয়াল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি কাজী ফয়সাল বিন সিরাজ। গত বছরের এপ্রিল থেকে ধারাবাহিকভাবে ‘কভিড-১৯ অ্যান্ড বিজনেস কনফিডেন্স ইন বাংলাদেশ’ শীর্ষক ত্রৈমাসিক জরিপ পরিচালনা করছে সানেম। গত জুলাই মাসের জরিপের ফল তুলে ধরে সেলিম রায়হান বলেন, জরিপে অংশ  নেওয়া শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৯ শতাংশ উদ্যোক্তা বা প্রতিনিধি ঘুষ দাবির বিষয়ে ‘হ্যাঁ’ বলেছেন। ৪৭ শতাংশ ‘হ্যাঁ’ কিংবা ‘না’ কোনোটাই বলেননি। মৌনতা সম্মতির লক্ষণ বলে এই ৪৭ শতাংশেরও বড় অংশ ঘুষের শিকার বলে ধরে  নেওয়া যায়। হয়তো নানা দিক থেকে সমস্যায় পড়তে পারেন বা ক্ষতি হতে পারে- এমন আশঙ্কা থেকে তারা উত্তর দেননি। ঘুষের অভিযোগ তোলা প্রতিষ্ঠানের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি আকারের প্রতিষ্ঠানের সংখ্যা বেশি। তিনি বলেন, জরিপে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে গত জুলাই পর্যন্ত মাত্র ২১ শতাংশ শিল্পোদ্যোক্তা প্রণোদনার ঋণ সহায়তা পেয়েছেন। বাকি ৭৯ শতাংশই প্রণোদনার বাইরে রয়েছেন। প্রতিবেদনে জরিপ চালানো ৫০১টি প্রতিষ্ঠানের মধ্যে ৪২ শতাংশ মাঝারি এবং ৩৫ শতাংশ ক্ষুদ্র উদ্যোক্তা আকারের প্রতিষ্ঠান বলে জানানো হয়।

সর্বশেষ খবর