সোমবার, ৩০ আগস্ট, ২০২১ ০০:০০ টা
ইতালি উপকূল থেকে উদ্ধার

বাংলাদেশিসহ ৫৩৯ জন সাগরে ভাসছিলেন

প্রতিদিন ডেস্ক

ইতালির উপকূলীয় ল্যাম্পডুসা দ্বীপের কাছে একটি জেলে নৌকা থেকে গতকাল বাংলাদেশিসহ ৫৩৯ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়াদের মধ্যে কোন দেশের কতজন রয়েছে- তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। সূত্র : বিবিসি।

খবরে বলা হয়, উদ্ধার হওয়াদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তারা সবাই লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে নিকটস্থ দেশে শরণার্থী হবার জন্য যাচ্ছিল। উদ্ধারকৃতদের মধ্যে বাংলাদেশিও রয়েছে। তারা সবাই লিবিয়ার কারাগারে বন্দি ছিল  বলে ধারণা করা হচ্ছে। কারণ ভূমধ্যসাগর পাড়ি দেওয়া কয়েকজন অভিবাসীর শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। ইতালির কৌঁসুলিরা এ বিষয়ে  তদন্ত করবেন বলে জানিয়েছেন। ডক্টরস ইউদাউট বর্ডারের একজন চিকিৎসক অ্যালিডা  সেরা মিয়েরি বলেন, লিবিয়া থেকে যখন তারা সাগর পাড়ি দেবার জন্য অপেক্ষা করছিলেন তখন তাদের কয়েকজনকে শারীরিক নির্যাতন করা হয়। এদিকে ইতালির স্থানীয় সংবাদে বলা হয়েছে, এই অভিবাসীদের  কেউ মিথ্যে অভিযোগে লিবিয়ার কারাগারে ছিলেন কি না-সে সম্ভাবনা খতিয়ে দেখবেন তদন্তকারীরা। উল্লেখ্য, ল্যাম্পডুসার মেয়র টোটো মার্টেও এই উদ্ধার কাজকে ‘সাম্প্রতিক সময়ের অন্যতম বড় দল’ বলে অ্যাখ্যা দিয়েছেন।

সর্বশেষ খবর