মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বিচারের মুখে দাঁড়াতেই হবে

নিজস্ব প্রতিবেদক

বিচারের মুখে দাঁড়াতেই হবে

গুমের অভিযোগ তদন্তে ও প্রতিরোধে সরকারি প্রভাবমুক্ত স্বাধীন, সর্বজনীন নাগরিক কমিশন গঠনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। গতকাল এক বিবৃতিতে এ দাবি জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর ওপরই গুমের অভিযোগ আছে। খুন-গুম করা  অপশক্তির কোনো ক্ষমা নেই। কাল বা পরশু বা মহাকালে তাদের বিচারের মুখে দাঁড়াতেই হবে ইনশা আল্লাহ। তিনি বিবৃতিতে বলেন, কে কখন গুম হবে সে আতঙ্ক বিরাজমান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো গুমের শিকার ব্যক্তির দায়িত্ব তো নিচ্ছেই না বরং অনেক ক্ষেত্রে তাদের পরিবারের সঙ্গে উপেক্ষার আচরণ করে।

সর্বশেষ খবর