বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

যেসব বিবেচনায় জামিন পেলেন পরীমণি

আদালত প্রতিবেদক

যেসব বিবেচনায় জামিন পেলেন পরীমণি

রাজধানীর বনানী থানার মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণিকে জামিন দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ জামিনে মুক্তির এ আদেশ দেন। তবে আদালত থেকে জামিননামা গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছলে আজ তিনি মুক্তি পেতে পারেন বলে জানিয়েছে কারা সূত্র। এর আগে ২২ আগস্ট ঢাকার মহানগর  দায়রা জজ এই মামলায় পরীমণির জামিন আবেদন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। পরদিন ‘আরলি হিয়ারিং’ বা নির্ধারিত সময়ের আগে শুনানি চেয়ে হাই কোর্টে আবেদন করেন পরীমণির আইনজীবীরা। পরে ওই আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাই কোর্ট। এরপর জামিন শুনানি এগিয়ে ১৩ সেপ্টেম্বরের পরিবর্তে ৩১ আগস্ট ধার্য করে জজ আদালত। পরীমণির পক্ষে আদালতে জামিন শুনানি করেন আইনজীবী মো. মজিবুর রহমান। জামিন শুনানিতে তিনি বলেন, ‘পরীমণিকে পর পর তিনবার রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি কারাগারে থেকে অসুস্থ হয়ে যাচ্ছেন। স্বনামধন্য এই চিত্রনায়িকার ১০টি সিনেমার শুটিং আটকে আছে। মানবিক বিবেচনায় পরীমণিকে জামিনে মুক্তি দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’ রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করে মহানগর আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু বলেন, পরীমণির বাসা থেকে ভয়ংকর মাদক এলএসডি ও চার গ্রাম আইস উদ্ধার করা হয়েছে। তিনি মাদকের আসর বসাতেন, নিজে মাদক গ্রহণ করতেন। এ জন্য তাকে জামিন দেওয়া বিপজ্জনক। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আগ পর্যন্ত পরীমণিকে মুক্তির আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, ৪ আগস্ট পরীমণিকে রাজধানীর বনানীর বাসা থেকে বিদেশি মদসহ গ্রেফতার করে র‌্যাব। এরপর তিন দফায় তাকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ১৯ আগস্ট পরীমণির জামিন আবেদন নাকচ করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। এ আদেশের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন পরীমণির আইনজীবীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর