বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেসে-খেলে জয়

টাইগারদের কাছে আত্মসমর্পণ

আসিফ ইকবাল

টাইগারদের কাছে আত্মসমর্পণ

একের পর এক উইকেট পতনে উল্লাস -রোহেত রাজীব

অস্ট্রেলিয়া সিরিজ যেখানে শেষ করেছিল সেখান থেকেই শুরু করল নিউজিল্যান্ড সিরিজ। মিরপুরের দুর্বোধ্য উইকেটে অস্ট্রেলিয়াকে সিরিজের শেষ ম্যাচে গুঁড়িয়ে দিয়েছিল মাত্র ৬২ রানে। গতকাল মিরপুরে নিউজিল্যান্ডকে ৬০ রানে গুঁড়িয়ে নতুন এক রেকর্ড গড়েছে মাহমুদুল্লাহ রিয়াদের বাংলাদেশ। ধীর গতির উইকেটের লো বাউন্সকে কাজে লাগিয়ে ব্ল্যাক ক্যাপসদের তাদের ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন রানে গুটিয়ে তুলে নিয়েছে ৭ উইকেটের সহজ জয়। হেসে খেলে জয়টি আবার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ ক্রিকেটে বাংলাদেশের প্রথম। যেখানে আগের ১০ ম্যাচের সবগুলোতেই ছিল হার। শেষ তিনটি আবার নিউজিল্যান্ডের মাটিতে সর্বশেষ সিরিজে। আগামীকাল পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয়টি। গুঁড়ি  গুঁড়ি বৃষ্টি ছিল দিনের শুরুতে। বৃষ্টিভাবাপন্ন আবহাওয়ায় গতকালের ম্যাচটি মাঠে গড়ায়। যদিও বৃষ্টি বাঁধা হয়নি। রেকর্ড গড়া দিনের সবচেয়ে আলোচিত দিক ছিল টি-২০ বিশ্বকাপ থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর ঘোষণা। টাইগার ওয়ানডে অধিনায়ক ম্যাচ শুরুর আগে ফেসবুকে নিজের ভ্যারিফায়েড পেজে এক ভিডি বার্তায় টি-২০ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর কথা জানান। মিডিয়ার মুখোমুখিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাধুবাদ জানান তামিমের সিদ্ধান্তের। তামিমের সরে দাঁড়ানোর দিনে টাইগার বোলাররা ছিলেন দুরন্ত। সাকিব আল হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও মোহাম¥দ সাইফুদ্দিনের দুরন্ত বোলিংয়ে ১৬.৫ ওভার স্থায়ী ছিল নিউজিল্যান্ডের ইনিংস। অলআউট হয় ৬০ রানে। মাত্র দুজন কিউই ব্যাটসম্যান দুই অংকের রান করেন। অধিনায়ক টম ল্যাথাম ২৫ বলে এক চারে ১৮ এবং হেনরি নিকোলস ২৪ বলে ১ চারে ১৮ রান করেন। টাইগার বোলারদের বিপক্ষে এতোটাই দুর্বিষহ ব্যাটিং করেছেন সফরকারী ব্যাটসম্যানরা, যেখানে তাদের ইনিংসে ছিল মাত্র ৩টি চার। নিউজিল্যান্ডের ৬০ রানের ইনিংসটি ছিল বাংলাদেশের বিপক্ষে যে কোনো দলের সর্বনিম্ন স্কোর। মিরপুরেও এটা সর্বনিম্ন স্কোর। দলটির আগের সর্বনিম্ন স্কোর ছিল ১৪৫ রান। ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপের গ্রুপ ম্যাচে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ৬০ রানে গুটিয়েছিল ব্ল্যাক ক্যাপসরা। বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন রানের আগের স্কোর অস্ট্রেলিয়ার, ৬২। মিরপুরের ধীরগতির উইকেটে তিন স্পিনার সাকিব, নাসুম ও মেহেদি ছিলেন দুরন্ত। তবে বিধ্বংসী ছিলেন মুস্তাফিজ। ‘কাটার বোলার’ গতকাল ২.৫ স্পেলে ১৩ রানের খরচে নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন দুই বাঁ হাতি স্পিনার সাকিব ও নাসুম এবং সাইফুদ্দিন। একটি উইকেট নেন মেহেদি। ৪ ওভারের স্পেলে ১০ রানের খরচে সাকিব ২টি এবং নাসুম ৭ রানে ও সাইফুদ্দিন ৭ রানের খরচে নেন ২ উইকেট। টার্গেট মামুলী ৬১ রান। ওভার প্রতি ৩ রানের টার্গেটে খেলতে নেমে দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও লিটন দাস সাজঘরে ফিরেন ৭ রানের মধ্যে। লিটন ৭ ম্যাচ পর ফিরেও ১ রানের বেশি করতে পারেননি। নাঈমও ১ রান করেন। তৃতীয় উইকেট জুটিতে সাকিব ও মুশফিক ৩০ রান যোগ করেন। ম্যাচসেরা সাকিব ২৫ রান করেন ৩৩ বলে ২ চারে। শেষ দিকে অধিনায়ক মাহমুদুল্লাহ ও মুশফিক অবিচ্ছিন্ন ২৫ রান যোগ করে ৭ উইকেটের সহজ জয় উপহার দেন। মাহমুদুল্লাহ ১৪ রানে এবং মুশফিক ১৬ রানে অপরাজিত থাকেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর