বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

জাল টাকার মামলায় কর্নেল শহীদ ও তার স্ত্রীর কারাদণ্ড

আদালত প্রতিবেদক

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার জাল টাকা উদ্ধারের মামলায় অবসরপ্রাপ্ত কর্নেল শহীদ উদ্দিন খান ও তার স্ত্রী ফারজানা আঞ্জুম খানকে ১০ বছর করে কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দা হাফছা এ রায় ঘোষণা করেন।

এ বিষয়ে ওই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাজহারুল হক সাংবাদিকদের জানান, অবসরপ্রাপ্ত কর্নেল শহীদ উদ্দিন খান ও তার স্ত্রী ফারজানা আঞ্জুম খানকে ১০ বছর কারাদন্ড দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় তারা পলাতক ছিলেন। পরে তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে আদালত। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে খালাস দেওয়া হয়। খালাস পাওয়া অপর দুই আসামি হলেন খোরশেদ আলম পাটোয়ারী ও সৈয়দ আকিদুল আলী। আর বিচার চলাকালে মারা যান আরেক আসামি জহুরুল হক খন্দকার। মামলা সূত্রে জানা গেছে, গত বছর ১৭ জানুয়ারি রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় অবসরপ্রাপ্ত ওই কর্নেলের বাসায় অভিযান চালিয়ে দুটি পিস্তল, ছয়টি গুলি ও দুটি শটগান, ৩ লাখ জাল টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় সন্ত্রাসবিরোধী আইন, অস্ত্র নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক তিনটি মামলা হয়। মামলায় বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে সরকার ও রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি এবং জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকান্ডে যুক্ত ছিলেন। এর আগে অস্ত্র মামলায় গত বছর ১০ নভেম্বর ঢাকার আরেকটি আদালত শহীদ উদ্দিন খান ও তার স্ত্রী ফারজানা আঞ্জুম খান এবং খোরশেদ আলম পাটোয়ারী ও সৈয়দ আকিদুল আলীকে যাবজ্জীবন কারাদন্ড দেয়। এ ছাড়া আয়কর ফাঁকির মামলায় গত বছর ২০ ডিসেম্বর ঢাকার একটি আদালতে শহীদ উদ্দিন খানের ৯ বছরের কারাদন্ড হয়। এ ছাড়া শহীদ উদ্দিন খান, তার স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে অর্থ পাচার আইনে ২০১৯ সালের ২১ মার্চ মামলা করে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)। মামলাটি তদন্তাধীন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর