শিরোনাম
বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ফাইজারের ১০ লাখ টিকা ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

কোভ্যাক্স সহায়তার আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছে ফাইজার-বায়োএনটেকের ১০ লাখ ডোজ টিকা। কভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে টিকা প্রয়োগ কার্যক্রমে যুক্ত হলো আরও ১০ লাখ ডোজ টিকা। ফাইজার-বায়োএনটেকের এই টিকা যুক্তরাষ্ট্র থেকে গতকাল ঢাকায় এসে পৌঁছায়।

যুক্তরাষ্ট্র থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ফাইজারের ১০ লাখ ডোজ টিকা বিকাল ৫টা ৩০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। টিকা গ্রহণের জন্য বিমানবন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বিমানবন্দরে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. লোকমান হোসেন মিয়া সাংবাদিকদের বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এখন পর্যন্ত ফাইজারের ১১ লাখ ডোজ এবং মডার্নার ৫৫ লাখ ডোজ টিকা এসেছে। এ মাসে আরও টিকা আসবে। আমরা আশা করছি এ মাসে আরও ৫০ লাখের বেশি ফাইজারের টিকা পাব। করোনাভাইরাস মহামারীর এই সময় টিকা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টিকা সরবরাহ করে সহায়তা করায় আমেরিকান সরকার এবং কোভ্যাক্সকে ধন্যবাদ জানাই। মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ ৬৫ লাখ ডোজ ফাইজারের টিকা পাবে। আশা করছি এসব টিকা খুব শিগগিরই বাংলাদেশে এসে পৌঁছাবে। এই টিকা প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুত উপহার। সারা বিশ্বে ৫০০ মিলিয়ন ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ প্রথম দেশ হিসেবে উপহারের এই টিকা পাচ্ছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর