বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
প্রতিষ্ঠাবার্ষিকীতে মির্জা ফখরুল

জিয়ার লাশ নিয়ে প্রশ্ন জাতির জন্য দুর্ভাগ্যজনক

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্র পুনরুদ্ধার ও বেগম খালেদা জিয়ার মুক্তিকেই এখন বিএনপির কাছে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজকে জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। নির্বাচন হয় না, নির্বাচন কমিশন একটা সম্পূর্ণ আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রশাসন ও বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে। সার্বিক অর্থে একটি ছদ্মবেশী একদলীয় স্বৈরাচারী ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, প্রয়াত রাষ্ট্রপতির লাশ নিয়ে প্রশ্ন তোলা জাতির জন্য দুর্ভাগ্যজনক। গতকাল দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। সারা দেশে নানা কর্মসূচির মাধ্যমে ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিএনপি। এদিকে সংসদ অধিবেশন উপলক্ষে সকাল থেকে চন্দ্রিমা উদ্যানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। সাধারণের প্রবেশাধিকারে বিধিনিষেধ আরোপ করা হয়। ফলে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর শ্রদ্ধা নিবেদনে নেতা-কর্মীদের প্রবেশ করতে দেয়নি পুলিশ। সকাল ১০টা ৪০ মিনিটে চন্দ্রিমা উদ্যানের প্রবেশপথ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ১০-১২ জন পায়ে হেঁটে সমাধিস্থলে যান। আগে দলের স্থায়ী কমিটির সদস্যদের গাড়ি নিয়ে প্রবেশ করতে দিলেও এবার পুলিশ তা দেয়নি।

বেলা ১১টার দিকে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাতীয় স্থায়ী কমিটি। কমিটির অন্য সদস্যরা হলেন- মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় বিএনপি নেতাদের মধ্যে আমান উল্লাহ আমান, আবদুস সালাম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মেজর (অব.) আক্তারুজ্জামান, আমিনুল হক, রফিকুল আলম মনজু, সাইফুল আলম নিরব ও সুলতান সালাহউদ্দিন টুকু উপস্থিত ছিলেন। পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ও ঢাকা জেলার সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক উপস্থিত ছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মরদেহ আছে কি না, সে বিষয়ে কথা বলতে রুচিতে বাধে। জাতির দুর্ভাগ্য, আজকে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সম্পর্কে এ ধরনের কথা বলা হয়। জিয়াউর রহমান এই জাতির অস্তিত্বের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। তার ঘোষণার মধ্য দিয়ে এ দেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, মুক্তি শুরু হয়েছে। সুতরাং তাকে বাদ দিয়ে বাংলাদেশের অস্তিত্ব চিন্তা করা যায় না। তিনি বলেন, ‘আমাদের ৩৫ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, ৫০০ অধিক গুম করা হয়েছে। সহস্রাধিক নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। এ অবস্থার পরও বিএনপি আজকে নিঃসন্দেহে নিজের পায়ের ওপর দাঁড়িয়ে আছে। আমরা যখন লড়াই করছি তখন দলের নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনিও অসংখ্য মিথ্যা মামলা নিয়ে বিদেশে নির্বাসিত অবস্থায় রয়েছেন। তার নেতৃত্বে দল অত্যন্ত সুসংগঠিত। সীমিত পরিসরের মধ্যেও আমাদের দলকে সংগঠিত করছি এবং রাস্তায় জনগণের যে দাবি-দাওয়া আছে তা নিয়ে আন্দোলন করছি। আশা করি, সামনের বছর এবং এর পরের বছরও তারেক রহমানের নেতৃত্বে নিঃসন্দেহে এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারব।’ এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের উদ্যোগে হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। এ সময় ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ, মহাসচিব অধ্যাপক আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা দুস্থ ও গরিব মানুষদের চিকিৎসাপত্র ও বিনা মূল্যে ওষুধপত্র দেন। এ ছাড়া সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর