বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

দেশের উন্নতির সঙ্গে চাই পুলিশকেও উন্নত করতে

নিজস্ব প্রতিবেদক

দেশের উন্নতির সঙ্গে চাই পুলিশকেও উন্নত করতে

দেশের উন্নয়নের সঙ্গে পুলিশ বাহিনীকেও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। গতকাল দুপুরে পুলিশ সদর দফতরে পুলিশ নিউজ (news.police.govt.bd) পোর্টালের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পজিটিভ বাংলাদেশ ও পুলিশের কথা বলতে এই              নিউজ পোর্টালটি যাত্রা শুরু করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিআইজি (মিডিয়া অ্যান্ড প্ল্যা?নিং) ও নিউজ পোর্টাল পরিচালনা কমিটির সভাপতি মো. হায়দার আলী খান। আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর ‘ভিশন-২০৪১’ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। আমরা উন্নত দেশের উপযোগী পুলিশ গড়ে তোলার লক্ষ্যে ২০ বছর মেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছি। দেশের পর্যায়ক্রমে উন্নতির সঙ্গে সঙ্গে পুলিশকেও ধাপে ধাপে উন্নত করতে চাই। দেশ টেকনোলজির দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং পুলিশকেও অ্যাডভান্স করতে হবে টেকনোলজির দিক থেকে। এ লক্ষ্যে অপারেশনাল কাজগুলোকে যতদূর সম্ভব হাইটেক রূপান্তর করতে চাই। পাশাপাশি অ্যাডমিনিসট্রেটিভ ও লজিস্টিক অপারেটরগুলো কম্পিউটারাইজ করতে চাই, সফটওয়্যার নিয়ে আসতে চাই। সিডিএমএস পদ্ধতিতে অপারেশনাল কাজগুলোর একটা অংশ কম্পিউটারাইজড করা হয়েছে। অন্য অপারেশনাল কাজগুলোকে পর্যায়ক্রমে করার চেষ্টা করা হচ্ছে। আমাদের দরকার এখন একটি কম্পিউটার লিটারেট পুলিশ বাহিনী। প্রথমবারের মতো, বিশেষ করে জুনিয়র পদে নিয়োগের পরীক্ষাতে কম্পিউটারে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।

পুলিশ প্রধান বলেন, ‘জনতার সাথে প্রগতির পথে’ স্লোগানে যাত্রা শুরু করা নিউজ পোর্টালে থাকবে পৃথক রিপোর্টিং টিম, যারা সবাই পুলিশের সদস্য। পুলিশের আভিযানিক সাফল্য যেমন তুলে ধরা হবে, তেমনি উন্নত বাংলাদেশ, আধুনিক বাংলাদেশের কথাও থাকবে। পুলিশ নিউজে সাংবাদিকতার ‘গোল্ডেন রুলস’ অনুসরণ করে সংবাদ পরিবেশন করা হবে। পোর্টালে দেশ-বিদেশের সাম্প্রতিক নিউজ ছাড়াও পুলিশের বিভিন্ন ইউনিটের অর্জনগুলো দ্রুততম সময়ে তুলে ধরা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর