রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

আজই সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

২০ নম্বর ওভারের চতুর্থ বল পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু মুস্তাফিজুর রহমানের করা পঞ্চম বলটি হঠাৎ করে পাল্টে দেয় দৃশ্যপট। একঘেয়ে হয়ে উঠা ম্যাচটি হঠাৎই রঙিন হয়ে ওঠে। উত্তেজনা ছড়িয়ে পড়ে ম্যাচে। শেষ দুই বলে দরকার যেখানে ১৩ রান, সেখানে পাঁচ নম্বর বলটিতে রান ওঠে ৫! তাতে শেষ দুই বলে দরকার ৮। দুই বাউন্ডারি হলেই সব শেষ। কিন্তু ৩ রানের বেশি নিতে ব্যর্থ হলে ৪ রানে হেরে যায় নিউজিল্যান্ড। টানা দুই জয়ে পাঁচ ম্যাচ সিরিজ জয়ের দ্বারপ্রান্তে চলে আসে বাংলাদেশ। আজ তৃতীয় ম্যাচ। জিতলেই দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেবে। একই সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে বাংলাদেশ টি-২০ ক্রিকেটে প্রথমবারের  মতো টানা তিন সিরিজ জয়ের রেকর্ড গড়বে। নিউজিল্যান্ডের আগে টাইগাররা ২-১ ব্যবধানে জিম্বাবুয়ে এবং ৪-১ ব্যবধানে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছে। চলমান সিরিজের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় ছিল ধরাছোঁয়ার বাইরে। টানা ১০ ম্যাচের হার ছিল সবগুলোতে। কিন্তু অনভিজ্ঞ কিউইদের বিপক্ষে প্রথম ম্যাচেই রেকর্ড গড়ে তুলে নেয় ৭ উইকেটের জয়। ম্যাচে ব্ল্যাক ক্যাপসদের গুটিয়ে দেয় মাত্র ৬০ রানে। বাংলাদেশের বিপক্ষে যে কোনো দলের যা সর্বনিম্ন স্কোর। আগের সর্বনিম্ন ছিল ৬২। দ্বিতীয় ম্যাচে মাহমুদুল্লাহ বাহিনীর সংগ্রহ ৫ উইকেটে ১৪১। মিরপুরের আগের ৬ ম্যাচের স্কোরের বিবেচনায় এটা ছিল আকাশছোঁয়া স্কোর। আজ তৃতীয় ম্যাচের উইকেটের আচরণ কেমন হবে, এখনই নিশ্চিত নয়। তবে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ব্যাটিং সহায়ক উইকেট হবে, নিশ্চিত।

আজকের ম্যাচ জিতলেই যেমন সিরিজ নিশ্চিত। তেমনই টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানের জন্য বিশেষ কিছু। আজ টস জিতলেই অষ্টম ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটে শততম ম্যাচ খেলার রেকর্ড গড়বেন টাইগার অধিনায়ক। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবেও এই রেকর্ড গড়বেন মাহমুদুল্লাহ। সাকিব একটি মাত্র উইকেট নিলেই নাম লেখাবেন শ্রীলঙ্কার ফাস্ট বোলার ল্যাসিথ মালিঙ্গার পাশে। ১০৭ উইকটে নিয়ে টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট সংগ্রাহক লঙ্কান ফাস্ট বোলার। সাকিবের উইকেট ৮৬ ম্যাচে ১০৬টি। আজ একটি উইকেট পেলে যুগ্মভাবে রেকর্ডটির মালিক হবেন। ২টি নিলে টপকে যাবেন মালিঙ্গাকে। রেকর্ড গড়ার আজকের ম্যাচটি রেকর্ডময় হয়ে উঠুক।

সর্বশেষ খবর