সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
বিরোধী পক্ষের দাবি

পানশিরে তুমুল লড়াই, ৭ শতাধিক তালেবান নিহত

প্রতিদিন ডেস্ক

আফগানিস্তানে একদিকে তালেবানের সরকার গঠন থমকে গেছে, অন্যদিকে উত্তরাঞ্চলীয় প্রদেশ পানশিরে বিরোধী জোটের সঙ্গে তালেবান বাহিনীর তুমুল যুদ্ধ চলছে বলে খবর পাওয়া গেছে। যদিও দুই দিন আগে তালেবানরা দাবি করেছিল তারা পানশির দখলে নিতে সক্ষম হয়েছে। কিন্তু বাস্তবে এর সত্যতা মেলেনি, উপরন্তু সেখানে পাল্টা আঘাতে তালেবান বাহিনীর বিপর্যস্ত অবস্থার তথ্য পাওয়া গেছে। গত শনিবার রাতে সেখানকার লড়াইয়ে ৭ শতাধিক তালেবান নিহত এবং আরও কয়েকশ প্রতিপক্ষ মাসুদ বাহিনীর হাতে আটক হয়েছে বলে দাবি করা হয়।  সূত্র : বিবিসি, রয়টার্স, আল জাজিরা। নতুন  সরকার গঠন সম্পর্কে গতকাল তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, ‘এ সপ্তাহে নতুন সরকার গঠনের ঘোষণা হচ্ছে না। এ ঘোষণা হবে আগামী সপ্তাহে। তখনই জানানো হবে মন্ত্রিসভায় কারা থাকবেন।’ সংবাদ সূত্রগুলো বলছে, সরকার গঠন নিয়ে তালেবানরা সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে। তবে একটি বিষয় ঠিক হয়েছে যে, ইরানের মতো সর্বোচ্চ নেতা হিসেবে হেবাতুল্লাহ আখুন্দজাদাকে রাখা হচ্ছে না। সরকার হবে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে নিয়ে। সম্ভাব্য প্রেসিডেন্ট হবেন আবদুল গনি বারাদার। প্রধানমন্ত্রী কে হবেন তা চূড়ান্ত হয়নি। তবে সবার অংশগ্রহণমূলক একটি সরকার গঠন করা হবে। 

পানশিরে লড়াই : সংবাদ সূত্রগুলো জানিয়েছে, শনিবার দিনভর পানশিরে রক্তক্ষয়ী লড়াই হয়েছে। আর রাতের লড়াইয়ে অন্তত ৭ শতাধিক তালেবান যোদ্ধা নিহত হয়েছে। আহমেদ মাসুদের নেতৃত্বাধীন প্রতিরোধ বাহিনী দাবি করেছে, তারা কয়েকশ তালেবান যোদ্ধাকে বন্দী করেছে। এর বাইরেও আত্মসমর্পণ করেছে অন্তত ৬০০ জন। তালেবানবিরোধী নর্দান অ্যালায়েন্স বা উত্তরাঞ্চলীয় জোট গতকাল জানিয়েছে, ‘আমরা সুবিধাজনক অবস্থায় আছি। সবটাই ছিল পূর্ব পরিকল্পিত। গোটা প্রদেশ আমরাই নিয়ন্ত্রণ করছি।’ তবে ভিন্ন ভিন্ন সূত্র জানিয়েছে, তালেবানরা পানশি এলাকার অভ্যন্তরে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গেই মাসুদ বাহিনীর পাতা ফাঁদে আটকা পড়ে। এরপর মাসুদ বাহিনী তালেবানদের মূল এলাকায় ফেরত যাওয়ার পথ আটকে রাখে। লড়াইয়ে তালেবানের ক্ষয়ক্ষতি বাড়তে থাকে। তারা ভিন্ন পথে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুঁতে রাখা ল্যান্ডমাইনের বিস্ফোরণে ছিন্নভিন্ন হতে থাকে। এ কথার সত্যতা তালেবানরাও স্বীকার করে বলেছে, ‘লড়াই জারি রয়েছে। কিন্তু বজরক এলাকায় পৌঁছানোর রাস্তায় ল্যান্ডমাইন বিছিয়ে রাখা হয়েছে। যার ফলে ধীরগতিতে এগোতে হচ্ছে।’ এদিকে ইরানি গণমাধ্যম বলেছে, পানশিরে একরাতেই প্রায় ৬০০ তালেবান যোদ্ধা নিহত হয়েছে। আফগানিস্তানের ন্যাশনাল রেজিস্টেন্স ফ্রন্টের মুখপাত্র ফাহিম দাশ্টিও টুইটারে একই কথা লিখেছেন। পাশাপাশি রাশিয়ার সংবাদ সংস্থা তাসকে তিনি বলেন,?‘রবিবার সকাল পর্যন্ত পানশিরের বিভিন্ন এলাকায় এক হাজারেরও বেশি যোদ্ধা হয় মাসুদ বাহিনীর হাতে বন্দী হয়েছে অথবা তারা আত্মসমর্পণ করেছে।’ এদিকে প্রতিরোধ যোদ্ধাদের নেতা আহমদ মাসুদ বলেছেন, জনগণ প্রতিরোধ ছেড়ে যাবে না।

আফগান জনগণ স্বাধীনতা ও ন্যায়বিচারের জন্য লড়াই করছে। তারা কখনই প্রতিরোধ ছাড়বে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর