সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

বিশেষ ফ্লাইটে চীনে ফিরতে চান আটকে পড়া শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

বিশেষ ফ্লাইটে চীনে যেতে চান সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীরা। এ জন্য সরকারের কাছে বিশেষ ফ্লাইটের দাবি জানিয়েছেন তারা। গতকাল বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘ভয়েস অব বাংলাদেশি স্টুডেন্টস ইন চায়না’ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানায়। এ সময় করোনা মহামারীতে দেশে ফিরে আটকে পড়া শিক্ষার্থীরা চীনে ফেরত যেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও চান।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, ২০১৯ সালের নভেম্বর-ডিসেম্বরে চীনে করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে ৬ হাজারের মতো শিক্ষার্থী বাংলাদেশে ফিরে আসেন। তারা দেড় বছরের বেশি সময় ধরে অনলাইনে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। কিন্তু অনলাইনে তাত্ত্বিক পাঠদান পর্যাপ্ত না হওয়ায় তারা পিছিয়ে পড়ছেন। এই অবস্থায় যদি পরবর্তী সেমিস্টারেও চীনে ফেরা না হয়, তাহলে তাদের ক্যারিয়ার হুমকিতে পড়বে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর