সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

এবার গৃহবধূর শরীরে অ্যাসিড নিক্ষেপ

ফেনী প্রতিনিধি

ফেনীর পরশুরামের সাতকুচিয়ার গ্রামে গৃহবধূ খালেদা ইসলাম অমির শরীরে অ্যাসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তার বাবার বাড়ি ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নে এ  ঘটনা ঘটে। অ্যাসিড দগ্ধ অমি জানান, ঘটনার সময় তিনি তার শয়ন কক্ষের জানালার পাশে ছিলেন। এ সময় তার স্বামীর ফুফাতো ভাই তারেক ও সহযোগী মিনার এসে জানালা দিয়ে তার শরীরে অ্যাসিড মেরে মোটরসাইকেলে পালিয়ে যায়। অ্যাসিড তার হাত, মুখ ও চোখে পড়ে। এর আগে অমিকে তার শ্বশুরবাড়ির লোকজন সাপ দিয়ে দংশনের মাধ্যমে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে।

গুরুতর অবস্থায় অমিকে ফেনী জেনারেল হাসপাতালে স্বজনরা নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তৌহিদুল ইসলাম বাবু জানান, অমির হাত, মুখ ও চোখ অ্যাসিডে ঝলসে গেছে। তার চিকিৎসায় প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে। ঘটনার পরপরই খবর পেয়ে হাসপাতালে অমিকে দেখতে যান ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী। তিনি জানান, এর আগে অমিকে নির্যাতনের মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তার পরিবারের সদস্যরা ফেনীতে অবস্থানকালে তারেক নামে এক ছেলে এ কাজ করেছে বলে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। প্রসঙ্গত, ঘটনার সময় অমির পরিবারের লোকজন ফেনী শহরে ধর্ষণ, নারী নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে সচেতন নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে অবস্থান করছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর