সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

পি কে হালদারের বান্ধবী রুনাইসহ দুজন দুদকের রিমান্ডে

বিশেষ প্রতিনিধি

বিদেশে পলাতক এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পি কে) হালদারের দুর্নীতিতে সহযোগিতার অভিযোগে পৃথক মামলায় তার এক বান্ধবীসহ দুজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

পি কে হালদারের বান্ধবী ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট নাহিদা রুনাই ও ওকায়ামা লিমিটেডের পরিচালক শুভ্রা রানী ঘোষকে পাঁচ দিনের রিমান্ডে গতকাল দুপুরে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে নেওয়া হয়। এরপর তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। চলতি বছরের ১৬ মার্চ সেগুনবাগিচা এলাকা থেকে নাহিদা রুনাই ও ২২ মার্চ বিমানবন্দর এলাকা থেকে শুভ্রা রানী ঘোষকে গ্রেফতার করে দুদক। গতকাল দুদকের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার দুদক প্রধান কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের বলেন, আসামি নাহিদা রুনাই ও শুভ্রা রানী ঘোষকে মানি লন্ডারিং মামলায় জিজ্ঞাসাবাদ চলছে। এটি পি কে হালদার সংশ্লিষ্ট মামলা। সেই মামলায় ওকায়ামা লিমিটেডের পরিচালক শুভ্রা রানী ঘোষসহ অন্য আসামিরা অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে ভুয়া ও কাগুজে প্রতিষ্ঠান ওকায়ামা লিমিটেডের নামে জাল রেকর্ডপত্রাদি তৈরি করেন। পরে তারা সেই রেকর্ডপত্র সঠিক হিসেবে ব্যবহার করে ওই অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সুব্রত দাস ব্যবস্থাপনা পরিচালক তোফাজ্জল হোসেনকে ঋণ পেতে প্রত্যক্ষ সহযোগিতা করেন। সেই সঙ্গে ঋণের বেনিফিশিয়ারিরা ইন্টারন্যাশনাল লিজিং থেকে ৮৭ কোটি ৬০ লাখ টাকা উত্তোলনপূর্বক আত্মসাৎ করেন। পরবর্তীতে বিভিন্ন লেয়ারিংয়ের মাধ্যমে ওই টাকা বিভিন্ন কোম্পানি ও ব্যক্তির হিসাবে স্থানান্তরের মাধ্যমে পাচার করে অপরাধ করেছেন।  দুদক সচিব বলেন, ইন্টারন্যাশনাল লিজিংয়ের টাকা আত্মসাতের অভিযোগে এ পর্যন্ত ১৫টি মামলা হয়েছে। টাকার পরিমাণ প্রায় ১১০০ কোটি। এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৮ জন আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। দুদক সূত্র জানায়, নাহিদা রুনাইয়ের বিরুদ্ধে দুদকের করা মামলায় ইন্টারন্যাশনাল লিজিং থেকে কাগুজে প্রতিষ্ঠান আনাম কেমিক্যাল লিমিটেডের নামে ৭০ কোটি ৮২ লাখ টাকা ঋণের নামে আত্মসাৎ ও পাচারের অভিযোগ রয়েছে। রুনাইয়ের সঙ্গে এ মামলায় ২৪ জন আসামি রয়েছেন। পি কে হালদারের অপর সহযোগী শুভ্রা রানী ঘোষ কাগুজে প্রতিষ্ঠান ওকায়ামা ইন্টারন্যাশনালের পরিচালক। পি কে হালদারের সহযোগিতায় ইন্টারন্যাশনাল লিজিং থেকে এ প্রতিষ্ঠানটি ৮৭ কোটি ৬০ লাখ টাকা ঋণের নামে তুলে আত্মসাৎ এবং পাচার করেছেন বলে দুদকের মামলায় শুভ্রার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর