সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ব্রিটিশ রানীকে নিয়ে পরিকল্পনা ফাঁস

প্রতিদিন ডেস্ক

ব্রিটিশ রানীকে নিয়ে পরিকল্পনা ফাঁস

ব্রিটিশ রানী এলিজাবেথের মৃত্যুর পর কী করা হবে, কীভাবে হবে শেষকৃত্য, কীভাবেই বা সামলানো হবে শোকার্ত জনতার ভিড়- এসব নিয়ে ব্রিটেন প্রশাসনের পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আমেরিকার সংবাদ সংস্থা ‘পলিটিকো’। তাতে বলা হয়েছে, ব্রিটেন সরকার এই পুরো পরিকল্পনার নাম দিয়েছে  ‘অপারেশন লন্ডন ব্রিজ’। রানীর বয়স এখন ৯৫ বছর। সবচেয়ে বেশি সময় ধরে ব্রিটেনের রানীর দায়িত্ব পালন করছেন তিনি। রিপোর্টে বলা হয়েছে, মৃত্যুর ১০ দিন পর সমাধিস্থ করা হবে তাঁকে। তার মধ্যে ব্রিটেন সফরে যাবেন রানীর বড় ছেলে তথা উত্তরসূরি চার্লস। পরিকল্পনাতে এও বলা হয়েছে, ব্রিটেনের পার্লামেন্টে তিন দিন রাখা থাকবে রানীর কফিন। কারণ তাঁকে দেখতে আসবেন বহু মানুষ। সে কারণে লন্ডনে থাকবে কড়া নিরাপত্তা। সেন্ট পলস ক্যাথিড্রালে হবে শেষকৃত্য। সেদিন গোটা ব্রিটেনে জাতীয় শোক পালন হবে। থাকবে ছুটি। ফাঁস হওয়া এই প্রতিবেদন সম্পর্কে বাকিংহাম প্যালেস বা ব্রিটেনের প্রশাসন কোনো মন্তব্য করতে রাজি নয়। উল্লেখ্য, ‘অপারেশন লন্ডন ব্রিজ’-এর কথা আগেও শোনা গিয়েছিল। ২০১৭ সালে ‘দ্য গার্ডিয়ান’-এ প্রকাশিত হয়েছিল একটি দীর্ঘ নিবন্ধ। তাতে দাবি করা হয়েছিল, কীভাবে এলিজাবেথের মৃত্যুর পরে রাজসিংহাসনে চার্লসকে অভিষিক্ত করার কথা ঘোষণা করা হবে সেন্ট জেমস প্যালেসে- তা আগে থেকেই ঠিক হয়ে আছে। সেবারও ব্রিটেনের রাজপরিবার কোনো মন্তব্য করেনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর