বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
চতুর্থ টি-২০ আজ

সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-২০ খেলতে আজ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচে হেরে যায় স্বাগতিকরা। সিরিজে এখনো ২-১ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। আজ জিতলেই নিশ্চিত হয়ে যাবে সিরিজ। তৃতীয় ম্যাচ হেরে যাওয়ায় এ ম্যাচে সতর্ক হয়েই মাঠে নামবেন মাহমুদুল্লাহরা।

সিরিজে সমতা আনার সুযোগ রয়েছে নিউজিল্যান্ডের সামনেও। আগের ম্যাচে জিতে যাওয়ায় তাদের আত্মবিশ্বাসও তুঙ্গে। তবে ঘরের মাঠে বাংলাদেশ যে ভয়ংকর দল তা ভালো করেই জানে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড কোচ গ্লেন পোকন্যাল বলেন, ‘ঘরের মাঠে বাংলাদেশ যে কোনো দলের জন্যই ভয়ংকর। অসাধারণ রেকর্ড রয়েছে তাদের। আগের ম্যাচে হারায় তারা জয়ের জন্য উদগ্রীব হয়ে আছে। আমরাও আগুনের জবাব আগুন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত।’ মিরপুরের উইকেট হচ্ছে ব্যাটসম্যানদের জন্য ‘মৃত্যুকূপ’! ছক্কা-চার হাঁকানো খুবই কঠিন। বড় শট খেলতে গেলেই বিপদে পড়তে হয়। সে কারণে বাউন্ডারির চেয়ে বেশি বেশি সিঙ্গেলস নেওয়াই বুদ্ধিমানের কাজ বলে মনে করেন ওপেনার লিটন কুমার দাস। তৃতীয় ম্যাচে তিনি দারুণভাবে সূচনা করেছিলেন। তারপরও নিজের ভুলেই আউট হয়েছেন। এরপর মিডল অর্ডারে কেউই ভালো করতে পারেননি। ৭৬ রানেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। তবে এ ম্যাচে আর একই ভুল করতে চায় না বাংলাদেশ। লিটন বলেন, ‘আমাদের আরও সেন্সিবল ক্রিকেট খেলতে হবে। চার-ছক্কা মারা যেহেতু কঠিন তাই সিঙ্গেলস বেশি বেশি নিতে হবে।’ নিউজিল্যান্ডের বিরুদ্ধে আরও দুটি ম্যাচ রয়েছে। যেকোনো একটিতে জিতলেই নিশ্চিত হয়ে যাবে সিরিজ। তবে শেষের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে চায় না বাংলাদেশ। মাহমুদুল্লাহদের টার্গেট, এ ম্যাচেই ব্যবধান ৩-১ করা। তবে আজ জিতলে র‌্যাঙ্কিংয়েও আরেক ধাপ এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সামনে। আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ে ২৩৯ রেটিং নিয়ে এখন অস্টম স্থানে টাইগাররা। ২৪০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে অস্ট্রেলিয়া। আজ জিতলেই অস্ট্রেলিয়াকে টপকে যাবে বাংলাদেশ।

সর্বশেষ খবর