বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

দেশ গড়তে প্রশিক্ষিত জনগোষ্ঠীর বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

দেশ গড়তে প্রশিক্ষিত জনগোষ্ঠীর বিকল্প নেই

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেছেন, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। একজন মানুষকে বহুগুণে গুণান্বিত হতে হলে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রশিক্ষণের প্রয়োজন। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে। সমৃদ্ধ দেশ গড়তে প্রশিক্ষিত জনগোষ্ঠীর বিকল্প নেই। এ ক্ষেত্রে শিক্ষকরাই হচ্ছেন পথপ্রদর্শক। বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে দুই দিনব্যাপী অনলাইন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন পিএসসি চেয়ারম্যান। ‘ট্রেনিং অন গুড গভর্ন্যান্স, অফিস অ্যান্ড ফিন্যানশিয়াল ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন।

সর্বশেষ খবর