বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

বুয়েটের আবরার হত্যায় অভিযোগ পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার ২৫ আসামির বিরুদ্ধে নতুন করে অভিযোগ (চার্জ) গঠন করেছে আদালত। একই সঙ্গে আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর নতুন দিন রেখেছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে একটি ভুল সংশোধন করে গতকাল ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ আদেশ দেন।

এ দিন মামলাটির যুক্তিতর্ক উপস্থাপনের দিন ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষ কিছু ভুল সংশোধনের জন্য নতুন করে চার্জ গঠন করার আবেদন করে। এর আগে চার্জ গঠনের সময় ঘটনাস্থলের বিবরণের এক জায়গায় ‘একই গেস্ট হাউস’ লেখা ছিল। তার বদলে ‘একই হলের গেস্টরুম’ লেখার আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আবদুল্লাহ ভুঞা। অভিযোগ গঠনের সংশোধন আবেদনে তিনি বলেন, এ মামলার অভিযোগ গঠনের ফরমের চতুর্থ লাইনে মুদ্রণজনিত ত্রুটির কারণে ওই ভুল হয়। তা সংশোধন করা হলে রাষ্ট্র বা আসামি পক্ষের কোনো ক্ষতি হবে না। বিচারক ওই আবেদন মঞ্জুর করে উপস্থিত আসামিদের সংশোধিত অভিযোগটি পড়ে শোনান। পরে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। এরপর আগামী ১৪ সেপ্টেম্বর ফের আসামিদের আত্মপক্ষ সমর্থনের তারিখ নির্ধারণ করেন বিচারক। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের একটি কক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কিছু উচ্ছৃঙ্খল নেতা-কর্মী আবরারকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে পরের দিন চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরারের বাবা বরকতউল্লাহ। পরবর্তীকালে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার তদন্ত চলাকালে অভিযুক্ত ২৫ জনের মধ্যে ২২ জনকে গ্রেফতার করে পুলিশ। তিনজন পলাতক রয়েছেন। এর মধ্যে আটজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে গত বছরের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এরপর অভিযোগপত্রের ৬০ জন সাক্ষীর মধ্যে ৪৭ জন মামলাটিতে সাক্ষ্য দেন।

সর্বশেষ খবর